ফিরোজ জোয়ার্দ্দার-ঃ সাতক্ষীরার কলারোয়া কাকডাঙ্গা মাদ্রাসার তৃতীয় শ্রেণীর ছাত্রী রুপা (ছদ্মনাম) দশ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে দুই ধর্ষককে আটক করেছে থানা পুলিশ। ধর্ষণের ঘটনাটি শুক্রবার (৭ই জুন) বিকাল সাড়ে ৬ টার দিকে কাকডাঙ্গা গ্রামের নানা জামাল গাজীর বাড়ীর সামনে খেজুর বাগানে ঘটলে ভিকটিমের বাবা আলাইপুর গ্রামের আবু বক্কর মোল্লার ছেলে আরিফ গাজী (৩০) বাদী হয়ে থানায় একটি এজাহার দায়ের করেন। এজাহার দায়ের করার পর থানা পুলিশ ঝটিকা অভিযান চালিয়ে ধর্ষণের অভিযোগে সীমান্ত এলাকা থেকে দুই ধর্ষণকারী যুবককে আটক করে থানায় নিয়ে আসেন। থানার এজাহারের বিবরণে জানা যায়, উপজেলার কাকডাঙ্গা গ্রামের ছাত্রীর নানা জামাল গাজীর বাড়িতে থেকে রুপা কাকডাঙ্গা দাখিল মাদ্রাসার তৃতীয় শ্রেণীতে পড়াশোনা করতেন। ঘটনার দিন বিকালে রুপা নানা বাড়ীর সামনে ফাঁকা মাঠে ঘুড়ি উড়াতে গেলে কেড়াগাছি গ্রামের (মন্দিরের পাশে) শ্রী অনন্ত ঘোষের ছেলে ভূপাল কুমার ঘোষ (২৩) ও একই গ্রামের আব্দুর রহমানের ছেলে ইমরান হোসেন (১৯) বিভিন্ন ভাবে প্রলোভিত করে ছাত্রীর হাত ধরে টেনে হেচড়ে উঠায় নিয়ে পাশ্ববর্তী খেজুর বাগানে এনে কাপড়- চাপড় খুলে ফেলিয়া ভূপাল ঘোষ জোর পূর্বক ধর্ষণের চেষ্টা করেন। ঘটনাটি যেন কেহ আচ করতে না পারে সেজন্য আরেক সহযোগি ইমরানকে পাহাড়ায় থাকতে বলা হয়। ভিকটিম ছাত্রীকে খুঁজতে খুঁজতে তার ছোট ভাই কাইব ঘটনাটি দেখে ফেলায় চিৎকার দিতে থাকেন। ছাত্রীর সাথে এরুপ আচারণ করায় ছেলের চিৎকার শোনা মাত্র মাঠের দক্ষিণ জমিতে থাকা কাজ করা অবস্থায় ছাত্রীর বাবা আরিফ গাজী ওই বাগানে আসা মাত্রই ধর্ষক যুবকরা পালিয়ে যায়। ছাত্রীর কাছে জিজ্ঞাসা করলে উপস্থিতি স্বাক্ষীদের সন্মুখে ধর্ষকের লালসার শিকার ছাত্রী ধর্ষণের ঘটনা বর্ণনা দিতে থাকেন। এমতাবস্থায় পিতা ছাত্রীকে নিয়ে বিষয়টি স্থানীয় গর্নমান্য ব্যক্তিদের দারস্ত হলে তার কোন প্রতিকার না পেয়ে তাদের পরামর্শে থানায় চলে আসেন। থানা পুলিশ বিষয়টি শুনে ছাত্রীর পিতা আরিফ গাজী বাদী হয়ে থানায় ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণের চেষ্টা ও সহায়তার অপরাধে একটি মামলা নং (১০) ৮/৬/২০১৯ দায়ের করেন। মামলা রুজু হওয়ার পর থেকে মামলার তদন্ত কর্মকর্তা এসআই শারমিন সুলতানা শিখার নেতৃত্বে সঙ্গীয় ফোর্সের সহায়তায় ঝটিকা অভিযান চালিয়ে ধর্ষণের অপরাধে সীমান্ত এলাকা থেকে অভিযুক্ত দুই ধর্ষক যুবককে আটক করেন। আটক ধর্ষক যুবকদের শনিবার দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে থানা সূত্রে জানা যায়।