ফিরোজ জোয়ার্দ্দার-ঃ সাতক্ষীরার কলারোয়ায় ভূয়া ও মিথ্যা ছেলেধরা গুজবে কান না দেয়ার আহবান জানিয়ে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সচেতনতামূলক মতবিনিময় সভা করেছেন থানার অফিসার ইনচার্জ। সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে ছেলেধরা গুজবে নিরীহ মানুষকে পিটিয়ে হত্যার ঘটনায় এই সকল গুজবকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় প্রধান অতিথী হিসেবে বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ শেখ মুুনীর উল গীয়াস। এ সময় তিনি বলেন, ‘সম্প্রতি দেশের কয়েকটি স্থানে ছেলেধরা গুজবে অনাকাঙ্খিত ঘটনা ঘটিয়ে নীরিহ মানুষকে হত্যা করে আইন- শৃঙ্খলার অবনতি এবং সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করতে এক শ্রেনীর স্বার্থলোভী আমলাদের মদদে এ গুজব ছড়ানো হচ্ছে।
তিনি আরো জানান, ছেলেধরা সন্দেহে গণপিটুনির শিকার হয়ে এ পর্যন্ত যতগুলো ঘটনা ঘটেছে পুলিশ প্রত্যেকটি ঘটনা আমলে নিয়ে তদন্তে নেমেছেন। এসব ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হবে। ছেলেধরা সন্দেহে গণপিটুনিতে হত্যা ফৌজধারী অপরাধ। আইন নিজের হাতে তুলে না নিতে ওসি সবাইকে আহ্বান জানান। ছেলেধরা মিথ্যা গুজব ছড়ালে পরিস্থিতির হবে ভয়াবহ। তাই গুজবে কান না দিয়ে সচেতন হওয়া অতী জরুরী। এ সকল অপপ্রচারের কোন ঘটনার অবতারণা বরদাস্ত করা হবে না হুশিয়ারী উচ্চারণ করে বলেন- ছেলেধরা গুজবে কান না দিয়ে এ সংক্রান্ত কোন তথ্য পেলে তাৎক্ষনিক থানা পুলিশকে খবর দেয়ার জন্য আহবান জানান ওসি মুনীর উল গীয়াস। বুধবার (২৪ ই জুলাই) বিকালে উপজেলার কাজীরহাট গালর্স হাইস্কুল প্রাঙ্গনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় স্কুল পরিচালনা কমিটি’র সভাপতি ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হামিদ সরদারের সভাপতিত্বে প্রধান শিক্ষক শামছুল হকসহ শিক্ষক কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। মতবিনিময় সভা পরিচালনা করেন শিক্ষক শাহরিয়ার সুমন। এদিকে উপজেলার সোনাবাড়িয়া হাইস্কুল, বামনখালী হাইস্কুল ও জয়নগর হাইস্কুলসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান অনুরূপভাবে সচেতনতা মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। তাছাড়া কলারোয়া থানা পুলিশের পক্ষ থেকে উপজেলার বিভিন্ন এলাকায় প্রচার একাধিক মাইকিং, সামাজিক যোগাযোগ মাধ্যম প্রচার প্রচারণা বাড়িয়ে গুজবে কান না দেয়ার আহবান জানানো হয়।