দৈনিক সমাজের কন্ঠ

কলারোয়ায় বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমানের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

তরিকুল ইসলাম,সাতক্ষীরাপ্রতিনিধিঃ সাতক্ষীরার কলারোয়ায় বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান (৭৪) আর নেই। তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মঙ্গলবার রাত ১০টার দিকে সাতক্ষীরার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্না…………..রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র ও ১কন্যা সন্তানসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। বীর মুক্তি যোদ্ধা লুৎফর রহমান কলারোয়া উপজেলার ইলিশপুর গ্রামের সন্তান। তিনি দীর্ঘদিন সাতক্ষীরা সদর উপজেলার তালতলায় বসবাস করতেন। পারিবারিক সূত্রে জানা যায়, বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান ছিলেন একজন গেরিলা মুক্তিযোদ্ধা তিনি যুদ্ধকালীন সময় ৭ ও ৮ নং সেক্টরে পাকবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করেন। তিনি দীর্ঘদিন যাবত হৃদরোগে আক্রান্ত ছিলেন। মঙ্গলবার রাত ১০টার দিকে তার মৃত্যু বরণ করেন। বুধবার সকালে তালতলা হাইস্কুল মাঠে নামাজের জানাজা অনুষ্ঠিত হয় এবং পরে নিজ গ্রামের ইলিশপুরের বাড়িতে তার দাফন সম্পন্ন হয়।