কলারোয়ায় অসহায় মানুষের মাঝে করোনা প্রতিরোধক সামগ্রী ও শীতবস্ত্র বিতরণ

0
0
তরিকুল ইসলাম, সাতক্ষীরা প্রতিনিধি:কলারোয়ার লাঙ্গলঝাড়া ইউনিয়নে খাস জমি চিহ্নিতকরণ, প্রকৃত ভূমিহীন পরিবার যাচাই-বাছাই, শীতবস্ত্র ও কোভিড-১৯’র প্রতিরোধ সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার(১ ডিসেম্বর) সকালে সাতক্ষীরার কলারোয়া উপজেলার লাঙ্গলঝাড়া ইউনিয়ন পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত বিতরণী সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মৌসুমী জেরীন কান্তা। বিশেষ অতিথি ছিলেন সহকারি কমিশনার (ভূমি) আক্তার হোসেন। লাঙ্গলঝাড়া ইউপি চেয়ারম্যান মাস্টার নূরুল ইসলামের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,ইউনিয়নে দায়িত্বপ্রাপ্ত ট্যাগ অফিসার ও উপজেলা সহকারি শিক্ষা অফিসার আশেকুজ্জামান, ইউপি সদস্য কামরুল ইসলাম, নূর হোসেন জুলু, আবু তাহের, ফেরদৌস খাতুনসহ ইউপি সদস্য ও সূধিবৃন্দ। উল্লেখ্য, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উদযাপনের লক্ষ্যে অনুষ্ঠানে ইউনিয়নের ৪০০ শত অসহায়, গরীব ও ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। এ দিকে অনুরুপ ভাবে যুগিখালী ইউনিয়ন পরিষদসহ অনান্য ইউনিয়ন পরিষদের আয়োজনে অসহায় মানুষের মাঝে সরকারি বরাদ্দকৃত শীতবস্ত্র বিতরণ করা হয়েছে বলে জানা যায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here