তরিকুল ইসলাম সাতক্ষীরা প্রতিনিধি : যথাযোগ্য মর্যাদায় কলারোয়ায় পাকিস্থানী হানাদার মুক্ত দিবস পালন করা হয়েছে। আজ ৬ই ডিসেম্বর রোববার মুক্ত দিবসের সকালে কলারোয়া মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে স্থাপিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন করে শ্রদ্ধা নিবেদন করা হয়। শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের পক্ষে সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, যুদ্ধকালিন কমান্ডার আব্দুল গফ্ফার, বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আলী, বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা আজিবর রহমানসহ বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, উপজেলা আ’লীগের পক্ষে আ’লীগ সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন, আ’লীগের যুগ্ম সম্পাদক ও ভারপ্রাপ্ত পৌর মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল, আ’লীগ নেতা প্রধান শিক্ষক বদরুজ্জামান বিপ্লবসহ আ:লীগ নেতৃবৃন্দ, কলারোয়া প্রেসক্লাবের পক্ষে সভাপতি শিক্ষক দীপক শেঠ, সাধারন সম্পাদক আব্দুর রহমান,সাবেক সাধারন সম্পাদক শেখ জুলফিকারিজ্জামান জিল্লু, সাবেক সাধারন সম্পাদক মাস্টার রাশেদুল হাসান কামরুল, দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম লিটন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক নাজমুল হক, প্রচার সম্পাদক আকবর আলী, সাংবাদিক সেলিম খানসহ সাংবাদিকবৃন্দ ও স্বাধীনতার স্ব-পক্ষের মানুষ। শ্রদ্ধা নিবেদন শেষে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন মিলনায়তনে কলারোয়া পাক হানাদার মুক্ত দিবসের স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হযেছে। মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার গোলাম মোস্তফার সভাপতিত্বে ও সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় সম্প্রতি কুষ্টিয়ায় জাতির জনক বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাংচুর করার প্রতিবাদে নিন্দা জানিয়ে জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের প্রতিবাদ কর্মসূচির অংশ হিসাবে ৭ ডিসেম্বর সকালে মানববন্ধন করার সিদ্ধান্ত গ্রহন করা হয়।