তরিকুল ইসলাম,সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়ায় প্রীতি ক্রিকেট ম্যাচে তুলসীডাঙ্গা ক্রিকেট
ক্লাব জয়ী হয়েছে। বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারী) সকালে সরকারী পাইলট
হাইস্কুল মাঠে এক প্রীতি ক্রিকেট ম্যাচে অংশগ্রহণ করে পারুলিয়া ক্রিকেট
একাডেমি বনাম তুলসীডাঙ্গা ক্রিকেট ক্লাব। টসে জয়লাভ করে তুলসীডাঙ্গা
ক্রিকেট ক্লাব ব্যাট করতে নেমে নির্ধারিত ৩০ ওভারে ৩ উইকেট হারিয়ে ৩৮৫
রান সংগ্রহ করে। দলের পক্ষে বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী দলের
খেলোয়াড় মৃত্যুঞ্জয় চৌধুরী ৬১ বলে ১৯০ রান, সাজু ৩৯, অপি ৩৭ (১৯), মেহেদী
৩৫, সাইদ ২৯ রান সংগ্রহ করে। জবাবে পারুলিয়া ৩৮৬ রানের লক্ষ্যে খেলতে
নেমে ২২ ওভারে সব কয়টি উইকেট হারিয়ে মাত্র ১৩১ রানে গুটিয়ে যায়। দলের
পক্ষে আকাশ সর্বোচ্চ ৩১ রান করে। বোলিং এ লিমন, আকাশ ৩ টি, অপি ২ টি
করে উইকেট লাভ করে। ফলে তুলসীডাঙ্গা ক্রিকেট ক্লাব ২৫২ রানে বিশাল
ব্যাবধানে জয়লাভ করে। খেলার শুরুতেই উভয় দলের সাথে সৌহার্দ্য বিনিময় করে
খেলাটি উপভোগ করেন, কলারোয়া পাবলিক ইন্সিটিউটের সাধারন সম্পাদক এ্যাড:
শেখ কামাল রেজা, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জাহিদুর রহমান খান
চৌধুরী, প্রেসক্লাবের সভাপতি শিক্ষক দীপক শেঠ, প্রেসক্লাবের দপ্তর
সম্পাদক জাহাঙ্গীর আলম লিটন, সাংবাদিক আনিছুর রহমান, সাংবাদিক তরিকুল
ইসলাম, ডাঃ আবু তাহের, জিয়া, পারুলিয়া একাদশের কর্মকর্তা সাইদ আলী,
মাহমুদুল হাসান বাবলু, জাহাঙ্গীর হোসেন, সেবার সদস্য সচিব মাস্টার
মিজানুর রহমান, ক্রীড়া ব্যক্তিত্ব মাস্টার শেখ শাহাজাহান আলী শাহিন ।