কলারোয়ায় সন্ত্রাসী হামলায় একই পরিবারের ৭ জন আহত

0
0

জুলফিকার আলী, কলারোয়া থেকে – কলারোয়ায় পূর্ব শত্রুতার জের ধরে এক
সন্ত্রাসী হামলায় একই পরিবারের নারী ও পুরুষসহ ৭জন কৃষক আহত হয়েছে। এর মধ্যে
৪জনকে কলারোয়া ও সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে। বাকী আহতদের স্থানীয় ভাবে চিকিৎসা দেয়া হচ্ছে। এঘটনায় ৮জনের বিরুদ্ধে কলারোয়া থানায় একটি মামলা নং-২৫(৩)২১ দায়ের হয়েছে। মামলার তদন্তকারী অফিসার এসআই রুবেল আহম্মেদ এজাহার নামীও আসামীদের ধরতে পুলিশে অভিযান অব্যাহত রেখেছেন। মঙ্গলবার (১৬মার্চ) বিকালে আহত ও মামলার বাদী উপজেলার সুলতানপুর গ্রামের মতিয়ার রহমানের স্ত্রী মুসলিমা খাতুন জানান-পূর্ব শত্রæতার জের ধরে আতিয়ার রহমান, হবিবার, খবিবর
রহমান, রায়হান, ইমন হোসেন, জুয়েল, সুমা খাতুন ও নাছিমা খাতুন দলবদ্ধ হয়ে পূর্ব
পরিকল্পিত ভাবে বেআইনী জনতাবদ্ধে গাছকাটা দা, লোহার রড, জিআইপি ও বাশের লাঠি
নিয়ে ১২মার্চ রাত ১১টার দিকে তাদের বাড়ী প্রবেশ করে অকথ্য ভাষায় গালি গালাজ করে।
এতে প্রতিবাদ করাতে তারা ক্ষিপ্ত হয়ে তাদের উপর হামলা চালায়। তাদের সন্ত্রাসী হামলায়
মতিয়ার রহমান মিস্ত্রী (৫৫), তাহেরুল ইসলাম (৩৫), মুসলিমা খাতুন (৪৮), বাচ্চু রহমান
(২২), নুর ইসলাম (৫২) ও জেসমিন খাতুন (৩৫) আহত হয়। এর মধ্যে গুরুত্বর জখম প্রাপ্ত হয়ে
মতিয়ার রহমান মিস্ত্রী, তাহেরুল ইসলাম, মুসলিমা খাতুন, বাচ্চু রহমানকে কলারোয়া ও
সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here