দৈনিক সমাজের কন্ঠ

স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে’ কলারোয়ায় আনন্দ র‍্যালি ও আলোচনা সভা

তরিকুল ইসলাম, সাতক্ষীরা প্রতিনিধিঃ সাতক্ষীরার  কলারোয়ায় ‘মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে ‘স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে’ এক আনন্দ র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে শনিবার (২৭ মার্চ) সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্বরে বেলুন উড্ডয়নের মধ্য দিয়ে দু’দিন ব্যাপি অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। পরে তালা- কলারোয়া সংসদ সদস্য এ্যাডঃ মুস্তফা লুৎফুল্লাহ’র নেতৃত্বে র‍্যালিটি পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে পরিষদ চত্বরের আলোচনা সভাস্থলে মিলিত হয়। সভায় উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তালা- কলারোয়া সংসদ সদস্য এ্যাডঃ মুস্তফা লুৎফুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, সহকারি কমিশনার (ভূমি) আক্তার হোসেন।

অন্যদের মধ্যে অতিথি হিসাবে উপন্থিত ছিলেন পৌর মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, শিক্ষাবিদ অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর আবু নসর, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আলী, প্রাণী সম্পদ কর্মকর্তা অমল কুমার সরকার, পল্লী বিদ্যুতের ডিজিএম নুরুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হামিদ, অবসরপ্রাপ্ত অধ্যাপক আবু বক্কর ছিদ্দিক, শিক্ষা অফিসার রুহুল কুদ্দুছ তালুকদার, ইউপি চেয়ারম্যান রবিউল হাসান, আসলামুল আলম আসলাম, স,ম মোরশেদ আলী, প্রেসক্লাবের সভাপতি শিক্ষক দীপক শেঠ, সাংবাদিক প্রভাষক আরিফ মাহমুদ, আইসিটি’র সহকারি প্রোগ্রামার মোতাহার হোসেন,প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ, সদস্য তরিকুল ইসলাম, সাংবাদিক সরদার জিল্লুর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সূধিবৃন্দ। অনুষ্ঠানটি পরিচালনা করেন সহকারি শিক্ষা অফিসার শোভা রায়। উল্লেখ্য, উপজেলা চত্বরে উন্নয়ণ মেলাস্থলে ২০টি স্টলে বিভিন্ন দপ্তরের উন্নয়নের সূচক প্রদর্শন করা হয। সব শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।