ফিরোজ জোয়ার্দ্দার-ঃ সাতক্ষীরার কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক, কেঁড়াগাছি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান ভুট্রো লাল গাইনের বড় ভাই সাতক্ষীরা জর্জ কোর্টের বিশিষ্ট আইনজীবী এ্যাড কিনু লাল গাইন পরলোক গমন করেছেন। রোববার (১২ মে) ভোর সাড়ে ৫ টার দিকে খুলনা শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন তিনি। উপজেলার ৫নং কেঁড়াগাছি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযুদ্ধা স্বগীয় মোছলদ্দীন গাইন ও স্বগীয়া লক্ষ্মী গাইনের বড় ছেলে এবং সাবেক চেয়ারম্যান ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ভুট্টো লাল গাইনের বড় ভাই। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৬৭ বছর। তিনি স্ত্রী, ১ছেলে সাগর সব্যসাচী গাইন ও দুই মেয়ে সুপ্রিয়া গাইন রূপা, সুতাবাগ গাইনসহ অসংখ্য গুনগ্রাহী ও ভক্ত অনুরাগী রেখে গেছেন। প্রয়াত কিনু লাল গাইনের ছোট ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের অধ্যাপক দুলাল চন্দ্র গাইন জানান, রোববার দুপুরে নিজেদের ধর্মীয় এবং পারিবারিক নিয়মনীতি সম্পন্ন করে তাকে বোয়ালিয়ায় পূর্ব পুরুষদের সমাধী স্থানে সমাহিত করা হয়। ব্যক্তিগত জীবনে কিনু লাল গাইন শুরু থেকে শেষ পর্যন্ত সাতক্ষীরা জেলা ও দায়রা জজ আদালতের বিশিষ্ট আইনজীবী হিসেবে কর্মজীবন অতিবাহিত করেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এদিকে সদ্য প্রয়াত এই আইনজীবীর মত্যুর খবর শুনে ও তার বিদ্রোহী আত্মার প্রতি শ্রদ্ধা জানাতে গ্রামের বাড়ী কেঁড়াগাছি ইউনিয়নের বোয়ালিয়া গ্রামে ছুটে যান সাবেক সাংসদ আলহাজ্ব বিএম নজরুল ইসলাম, উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, সাবেক উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহমেদ স্বপন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কাজী আসাদুজ্জামান সাহাজাদা, মহিলা ভাইস চেয়ারম্যান শাহানাজ নাজনীন খুকু, কেঁড়াগাছি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ডাক্তার আনিছুর রহমান, বর্তমান চেয়ারম্যান এসএম আফজাল হোসেন হাবিল, পৌর আওয়ামী লীগের সভাপতি আজিজুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ভিপি মোর্শেদ আলী, উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি সোনাবাড়িয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্জ্ব আব্দুর রশিদ মিঞা, ইউনিয়ন বিএনপির সভাপতি মাস্টার শফিকুল ইসলাম, কলারোয়া প্রেসক্লাবের সভাপতি শিক্ষক দীপক শেঠ, দপ্তর সম্পাদক ফিরোজ জোয়ার্দ্দার, কেঁড়াগাছি ইউনিয়ন যুবলীগের আহবায়ক এমডি সেলিম রেজা, সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম, সাধারণ সম্পাদক তোজাম্মেল হোসেন, ইউপি সদস্যগণ ইয়ার আলী, আলহাজ্জ্ব নজরুল ইসলাম, মফিজুল ইসলাম রানা, মুজিবার রহমান, মহিদুল গাজী, সরদার বিল্লাল হোসেনসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও শিক্ষা প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ প্রমুখ।