খুবি শিক্ষার্থীদের পরিবারের পাশে খুবি রোটার‍্যাক্ট ক্লাব

0
0

ঋতু দেঃ করোনা মহামারী নাগরিক জীবনে ছন্দ পতনের পাশাপাশি ব্যপক প্রভাব বিস্তার করেছে সমাজের সকল পেশাজীবি মানুষের কর্মক্ষেত্রে। করোনার করাল থাবা থেকে বাদ পরেনি শিক্ষার্থীরাও। দীর্ঘ দিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষার্থীদের পড়াশোনার ব্যাঘাত ঘটেছে। মহামারী সংক্রামন রোধে দীর্ঘদিন বাড়িতে অবস্থানের ফলে টিউশন, পার্টটাইম, ফুলটাইম চাকরিসহ ছোট খাট ব্যবসায়ও হারাতে হয়েছে বহু শিক্ষার্থীকে।এদের অনেকেই ছিল তাদের পরিবারের উপার্জনক্ষম ব্যক্তি বা পরিবারের প্রধান উপার্জনক্ষম ব্যক্তির সহায়তাকারী।লকডাউনে কর্মহীন হয়ে পরা এসব অসচ্ছল শিক্ষা্থীরা বাধ্য হয়েছেন মানবেতর জীবনযাপন পালনে। এমনই দুঃসময়ে অস্বচ্ছল কিছু শিক্ষার্থীদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে খুলনা বিশ্ববিদ্যালয়ের সেবামূলক সংগঠন রোটারেক্ট ক্লাব অব খুলনা ইউনিভার্সিটি। ক্লাবটি ৯৫ জন শিক্ষার্থীদের রমজান মাসের নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি কেনার অর্থ হাতে তুলে দিয়েছে । জানা যায়, শনিবার (২৪ এপ্রিল) বিকেলে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) অস্বচ্ছল ৯৫ জন শিক্ষার্থীকে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে রমজান মাসের নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি কেনার জন্য মোট ৮০ হাজার টাকা পাঠানো হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ২৯ ডিসিপ্লিনের প্রতিটি থেকে তিনজন করে সহ মোট ৯৫ জন শিক্ষার্থীকে এ সহায়তা প্রদান করেন বিশ্ববিদ্যালয়ের সামাজিক সংগঠন রোটার‍্যাক্ট ক্লাব ।উল্লেখ্য গত ১৮ এপ্রিল (রবিবার)প্রথম ধাপে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে কেন্দ্র করে জীবিকা নির্বাহ করে এমন সুবিধাবঞ্চিত ২৫৫ টি পরিবারের মাঝে দশ দিনের ইফতার সামগ্রী বিতরণ করে সেবামূলক এ সংগঠনটি। দশ দিনের এ ইফতার সামগ্রীর মধ্যে ছিল খেজুর, চিঁড়া, চিনি, আলু, ছোলা, মুড়ি ও স্যালাইন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here