বিলুপ্ত ছিট মহল দাসিয়ার  ছড়ায় কর্মসংস্থানের দাবিতে মানব বন্ধন

0
1

মোঃ আজিজুল হক নাজমুল
কুড়িগ্রাম প্রতিনিধি:
বাঁচার মত বাঁচতে চাই, শিক্ষিত বেকারদের কর্মসংস্থান চাই” এই শ্লোগানকে সামনে রেখে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বিলুপ্ত ছিটমহল দাসিয়ারছড়ার শিক্ষিত বেকারদের আয়োজনে এক মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

শনিবার সকাল সাড়ে ১০টায় দাসিয়ারছড়ার কালিরহাট বাজারের দীপক সেনগুপ্ত সড়কে দুই শতাধিক শিক্ষিত বেকার যুবক-যুবতী কর্মসংস্থানের দাবিতে ঘন্টা ব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করে।

এসময় মানববন্ধনে বক্তব্য রাখেন, আয়োজক কমিটির মুখপাত্র জাকির হোসেন, সহসভাপতি হুমায়ুন কবির, ফুলবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুণ-অর-রশিদ-হারুণ, তানিয়া আক্তার, এমিনি আক্তার, কল্পনা আক্তার, মোস্তাফিজুর রহমান, তাজুল ইসলাম প্রমূখ।

মানববন্ধনে বিলুপ্ত ছিটমহল দাসিয়ারছড়ার ৩৭৬ জন শিক্ষিত বেকার যুবক-যুবতী কর্মহীন হয়ে জীবন যাপন করছেন।বেকার জীবনের বিভিন্ন অসুবিধার কথা তুলে ধরেন বক্তারা।সেই সাথে বিলুপ্ত ছিটমহলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অভূতপূর্ব উন্নয়নের কথা স্বীকার করেন। তাই শিক্ষিত বেকারদের কর্মসংস্থানের জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন বক্তারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here