দৈনিক সমাজের কন্ঠ

উলিপুরে বিনা টাকায় চিকিৎসা না করায় ম্যানেজারকে বেধড়ক মারপিট

আজিজুল হক নাজমুল
কুড়িগ্রাম  প্রতিনিধি:
কুড়িগ্রামের উলিপুরে এক কমিউনিটি ক্লিনিকের ম্যানেজারকে বেধড়ক মারপিটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। ঘটনাটি ঘটেছে, গত মঙ্গলবার বিকেলে পৌর শহরের পেট্রোল পাম্প সংলগ্ন ডক্টরস ক্লিনিকে।
ভুক্তভোগী ও অভিযোগ সুত্রে জানা গেছে,পৌর শহরের হায়াৎখাঁ গ্রামের আব্দুল জব্বারের পুত্র রফিক মিয়া(৩৩) ও কলিম উদ্দিনের পুত্র শাহীন মিয়া (২৭) প্রায় সময় বিভিন্ন রোগী ক্লিনিকে এনে বিনা টাকায়  চিকিৎসা করার জন্য চাপ প্রয়োগ করেন। এতে ক্লিনিক কর্তৃপক্ষ রাজি না হওয়ায় তারা ক্ষিপ্ত হন। এরই এক পর্যায়ে ঘটনার দিন মঙ্গলবার বেলা সাড়ে তিনটার দিকে রফিক ও শাহীন মিয়াসহ অজ্ঞাতনামা ৪ থেকে ৫ জনের একটি সন্ত্রাসী বাহিনী দেশীয় অস্ত্র নিয়ে আকস্মিক ক্লিনিকের ভেতর হামলা চালিয়ে ক্লিনিকের ম্যানেজার রফিকুল ইসলাম মিল্টন কে বেধড়ক পিটুনিতে গুরুত্বর আহত করে স্বর্নের চেইন সহ নগদ ১ লাখ ৮৫ হাজার টাকা ছিনিয়ে নিয়ে ও অফিসের ডেবিল চেয়ার ভাংচুর  করে। পরে ওই ক্লিনিকের স্টাফগন আহত মিল্টনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। এ ঘটনায় ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
উলিপুর থানায় অফিসার ইনচার্জ মোয়াজ্জেম হোসেন বলেন, অভিযোগ পেয়েছি , তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।