দীর্ঘ প্রায় ২যুগ ধরে সংস্কার না হওয়ায় বেহালদশা শাহবাজার হতে পশ্চিম ধনীরাম আবাসন পর্যন্ত পাঁকা সড়কটির

0
0
আজিজুল হক নাজমুল –
কুড়িগ্রাম প্রতিনিধিঃ
দীর্ঘ প্রায় ২ যুগ ধরে সংস্কার না হওয়ায় বেহালদশা কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার শাহবাজার হতে পশ্চিম ধনীরাম আবাসন পর্যন্ত পাঁকা সড়কটির। দু’পাশে বিভিন্ন বৃক্ষরাজিতে আচ্ছাদিত এক সময়ের নয়নাভিরাম সড়কটির বেহালদশা যেন দেখার কেউ নেই।
সড়কটির দৈর্ঘ্য ৩.৪ কিলোমিটার। এ সড়কটি দিয়ে যাতায়াত করে চর মেখলি, চর পশ্চিম ধনীরাম, পশ্চিম ধনীরাম, পূর্ব ধনীরাম, প্রাণকৃষ্ণ, ঘোগারকুটি, চন্দ্রখানা গ্রামের প্রায় ত্রিশ হাজার মানুষ। প্রতি বছর বন্যার সময় এ সড়কটিই হয়ে ওঠে এখানকার মানুষদের যাতায়াতের একমাত্র পথ। এ পথেই উপজেলা সদরের সাথে যোগাযোগ এ জনপদের অধিবাসীদের।
শাহবাজার উচ্চ বিদ্যালয়, কুঠিবাড়ী মডার্ণ উচ্চ বিদ্যালয়, কুঠিবাড়ী ইসলামিয়া দাখিল মাদ্রাসা, চর ধনীরাম সরকারি প্রাথমিক বিদ্যালয়, পশ্চিম ধনীরাম সরকারি প্রাথমিক বিদ্যালয়, পশ্চিম ধনীরাম সরকারটারী সরকারি প্রাথমিক বিদ্যালয়, পূর্বধনীরাম ব্যাপারী পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীদের এ পথেই যাতায়াত করতে হয়।
দীর্ঘ দিন সংস্কার না হওয়ার পাশাপাশি ২০১৭ সালের প্রলয়ংকারী বন্যায় মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্ত হয় গুরুত্বপূর্ণ এ সড়কটি। গোটা সড়কটির দু’পাশের পাকা অংশসহ মাটি ধ্বসে পড়েছে। কোথাও কোথাও পাকা অংশের কোন চিহ্নই নেই। বহু যায়গায় গর্তের সৃষ্টি হয়েছে। দু’পাশে ভেঙ্গে গিয়ে অনেক স্থানে রাস্তা এতটাই সরু হয়ে গেছে যে দুর্ঘটনার ঝুঁকি নিয়েই চলাচল করছে বিভিন্ন যানবাহন।
এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী আসিফ ইকবাল রাজিব বলেন, এটি ভিলেজ রোড টাইপ এ ক্যাটাগরির সড়ক। সড়কটি সংস্কারের জন্য গ্রাম্য সড়ক পূণর্বাসন প্রকল্পের আওতায় স্টিমেট পাঠানোর প্রক্রিয়া চলছে। আশাকরি অল্প সময়ের মধ্যে সড়কটি সংস্কারের কাজ শুরু হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here