আজিজুল হক নাজমুল –
কুড়িগ্রাম প্রতিনিধিঃ
নতুন বছরের প্রথম দিনেই সারা দেশে বই উৎসব শুরু হয়েছে। বছরের প্রথম দিনেই নতুন বই পেয়ে উল্লসিত সারাদেশের বিদ্যালয়পড়ুয়া চার কোটি ২০ লাখ শিক্ষার্থী।
প্রায় সব প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসায় বুধবার শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হচ্ছে বিনামূল্যের নতুন পাঠ্যবই। এজন্য দেশের প্রতিটি বিদ্যালয়ে লেগেছে উৎসবের ছোঁয়া। খালি হাতে বিদ্যালয়ে যাওয়া শিক্ষার্থীরা বাড়ি ফিরেছে নতুন বই নিয়ে, হাসিমুখে।
বছরের শুরুর দিনে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের হাতে বিনা মূল্যের পাঠ্যবই তুলে দেওয়ার এই কর্মসূচির নাম দেওয়া হয়েছে বই উৎসব দিবস।
কুড়িগ্রামেও বই উৎসব খুব আনন্দ ঘণো পরিবেশে পালন হচ্ছে। সকাল ৯ ঘটিকা থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বই উৎসবে অংশ গ্রাহন করে বই বিতারন করেন আলহাজ্ব মোঃ জাফর আলী_সাবেক সংসদ সদস্য, সভাপতি বাংলাদেশ আওয়ামিলীগ কুড়িগ্রাম জেলা শাখা ও চেয়ারম্যান জেলা পরিষদ কুড়িগ্রাম। বীর মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম মঞ্জু মন্ডল _সাবেক সভাপতি কুড়িগ্রাম জেলা আওয়ামিলীগ, আবু সাঈদ লোবান সাবেক সাংগঠনিক সম্পাদক জেলা আওয়ামিলীগ কুড়িগ্রাম, মোঃ একরামুল হক বুলবুল _সাবেক ছাত্রনেতা, সদস্য জেলা পরিষদ কুড়িগ্রাম, মহিলা নেত্রী খাল্গুনী তলফদার প্রমুখ।