কুড়িগ্রাম জেলা পরিষদে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরন 

0
0
আজিজুল হক নাজমুল –
কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রাম জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ২ কোটি ৮০ লাখ টাকার চেক বিতরণ করেছে।গতকাল রবিবার দুপুরে জেলা পরিষদ অফিস  রুমে উন্নয়ন প্রকল্পের ১৮২ টি প্রতিষ্ঠানের সভাপতিদের হাতে উন্নয়ন প্রকল্পের চেক তুলে দেন। এসময় জেলা পরিষদ চেয়ারম্যান জাফর আলী বলেন, প্রথম কিস্তিতে উন্নয়ন প্রকল্পের অর্ধেক টাকার চেক প্রদান করা হলো। এই টাকায় যত তাড়াতাড়ি কাজ শেষ হবে তত তাড়াতাড়ি দ্বিতীয় কিস্তিতে বাকি অর্ধেক টাকা প্রদান করা হবে।
চেয়ারম্যান আরও বলেন, এটা সরকারি অর্থ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার এই অর্থ দিয়েছেন। উন্নয়ন কাজের গুণগতমান নিশ্চিত করার ও দ্রুতসময়ে প্রাক্কলন মোতাবেক সঠিকভাবে বাস্তবায়ন করার জন্য অনুরোধ করেন প্রকল্প সভাপতিদের বলেন।   ।
এই অর্থবছরে কুড়িগ্রামে বিভিন্ন এলাকার ১৮২ টি সামাজিক প্রতিষ্ঠানকে ২ কোটি ৮০ লাখ টাকা বরাদ্দ দেয় জেলা পরিষদ। এর মধ্যে প্রথম কিস্তিতে প্রতিষ্ঠান গুলোকে ৫০ হাজার টাকা করে  ১ কোটি ৪০ লাখ টাকার চেক দেয়া হলো।
প্রকল্পের আওতায় এই অর্থ দিয়ে বিভিন্ন মসজিদ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সংস্কার করা হবে।
এ সময় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোছাঃ আলেয়া খাতুন, সহকারী প্রকৌশলী মামনুর রশিদ, উপ সহকারী প্রকৌশলী  মিজানুর রহমান, হিসাব রক্ষক কবির হোসেন, জেলা পরিষদ সদস্য মোছাঃ শিউলি বেগম,
মোঃ একরামুল হক বুলবুল, মাহাবুবা বেগম, আব্দুল বাতেন প্রমুখ উপস্থিত ছিলেন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here