মোঃ আজিজুল হক নাজমুল , (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের ফুলবাড়ীতে রোটারি আন্তর্জাতিক ৩২৮১, বাংলাদেশের আয়োজনে ও রোটারি ক্লাব অব লালমনিরহাটের আয়োজনে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা মূলক আলোচনা, মশারি বিতরণ, বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ, ফ্রী চিকিৎসা সেবা প্রদান ও ঔষধ বিতরণ করা হয়েছে।
বুধবার(৭ আগস্ট ২০১৯) বিকেল ৩ টায় উপজেলার বড়ভিটা ইউনিয়নের ঘোগারকুটি সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্ত্বরে ৫০ টি বন্যার্ত অসহায় পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী (আঁতপ চাল, মসুর ডাল, সায়াবিন তেল, ময়দা, লাচ্চা সেমাই চিনি ও মশারি) বিতরণ করা হয়। ত্রাণ বিতরণ শেষে চিকিৎসা ক্যাম্প করে ঔষধ বিতরণ করা হয়েছে।
ত্রাণ বিতরণকালে আলোচনা সভায় বক্তব্য রাখেন, ক্লাবের প্রেসিডেন্ট ডা: মো: আমিনুর রহমান, এসিসটেন্ড গভর্নর পি,পি, মো: ময়নুল ইসলাম, পি,পি, আব্দুস সালাম বকুল, পি,পি, গোলাম রব্বানী সোহেল, সেক্রেটারি এড: ইকবাল হোসেন মামুন, নোটারিয়ান সামসুল আলম প্রমূখ।