দৈনিক সমাজের কন্ঠ

উলিপুরে ফলদ বৃক্ষ মেলার উদ্বোধন

মোঃ আজিজুল হক নাজমুল –
কুড়িগ্রাম(প্রতিনিধি):
কুড়িগ্রামের উলিপুরে ৩ দিন ব্যাপী ফলদ বৃক্ষ মেলার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজনে গোবিন্দ জীঁউ মন্দির চত্তরে মেলার উদ্বোধন করেন, কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক এম এ মতিন। উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল কাদেরের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু, ভাইস চেয়ারম্যান ও উলিপুর প্রেসক্লাব সভাপতি আবু সাঈদ সরকার। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার মোঃ সাইফুল ইসলাম, উলিপুর বণিক সমিতির সভাপতি সৌমেন্দ্র প্রসাদ পান্ডে গবা,,উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা আব্দুল আজিজ প্রধান, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আলহাজ্ব আব্দুল মজিদ হাড়ি প্রমূখ । পরে অতিথিবৃন্দ মেলার স্টলে পরিদর্শন করেন।