দৈনিক সমাজের কন্ঠ

ফুলবাড়ীতে মাদক বিরোধী সমাবেশে৪৫ মাদক ব্যবসায়ীর আত্মসমর্পন

আজিজুল হক নাজমুল –
কুড়িগ্রাম, প্রতিনিধি :
কুড়িগ্রামর ফলবাড়ী উপজলায় ১২ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত  এক মাদক বিরাধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বালারহাট আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে অনুষ্ঠিত সমাবেশে  ৪৫ জন মাদক ব্যবসায়ী পুলিশের কাছে আত্মসমর্পন করে। এ সময় তারা শপথ করেন কোন ভাবেই আর মাদকের সাথে সংশ্লিষ্ট থাকবেন না। পাশাপাশি মাদক বিরাধী সকল কর্মকান্ডে সক্রিয় ভূমিকা পালন করবেন বলে অঙ্গীকার করেন। ফুলবাড়ী থানা কমিউনিটি পুলিশিং ফোরামের আয়োজনে অনুষ্ঠিত এ সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলন কুড়িগ্রামের পুলিশ সুপার মহিবুল ইসলাম খান। অতিরিক্ত পুলিশ সুপার মেনহাজুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন নাগেশ্বরী সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার লুৎফর রহমান, ফুলবাড়ী থানার ওসি খন্দকার ফুয়াদ রুহানী, ফুলবাড়ী থানা কমিউনিটি পুলিশের সভাপতি সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মজিবর রহমান, ফুলবাড়ী উপজলা পরিষদর ভাইস চেয়ারম্যান আব্দুল লতিফ, উপজলা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি শাহজাহান মিয়া বাদশা, অধ্যক্ষ ফাতেমা বেগম, নাওডাঙ্গা ইউনিয়ন চেয়ারম্যান মুছাব্বের আলী মুসা, ফুলবাড়ী প্রেসক্লাবের সভাপতি আব্দুল আজিজ মজনু, ফুলবাড়ী সদর ইউনিয়নের প্রাক্তন চেয়ারম্যান মইনুল হক, বালারহাট আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মনিরুজ্জামান প্রমূখ। সভাটি সঞ্চালনা করন প্রভাষক শংকর কুমার সেন। সমাবেশে উপজলার বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী, জনপ্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীসহ সকল শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করেন। পুলিশ সুপার মহিবুল ইসলাম খান বলেন, যে কোন মূল্য ফুলবাড়ী থেকে মাদক নির্মূল করা হবে। ফুলবাড়ীর প্রবেশদ্বার শেখ হাসিনা ধরলা সেতুর পাশে স্থায়ী পুলিশ চেকপোস্ট বসানা হবে। যাতে বহিরাগত মাদকসেবীরা ফুলবাড়ীতে প্রবেশ করতে না পারে। এখানে যারা মাদক ব্যবসার সাথে জড়িত তাদের তালিকা করা হচ্ছে। সীমান্ত এলাকায় যারা হঠাৎ করে অনেক টাকার মালিক হয়েছে তাদের সম্পর্কে গোয়েদা রিপোর্ট তৈরী করে অনুসন্ধান করা হচ্ছে। যারাই মাদকের সাথে জড়িত হোক না কেন তাদেরকে কোন প্রকার ছাড় দেওয়া হবে না। অল্প কিছু দিনের মধ্যে পুলিশ বিজিবি সম্মিলিত অপারেশন পরিচালনা করব। ফুলবাড়ী মাদকমুক্ত না হওয়া পর্যন্ত পুলিশের এ অভিযান চলবে। এজন্য তিনি সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করনে।