উলিপুরে জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

0
0

আজিজুল হক নাজমুল –
কুড়িগ্রাম প্রতিনিধি : কন্যা শিশুর অগ্রযাত্রা,দেশের জন্য নতুন মাত্রা “স্লোগানে কুড়িগ্রামের উলিপুরে জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে র্যালি, কুইজ, বিতর্ক প্রতিযোগিতা  ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকাল ১০ টায় আরডিআরএস বাংলাদেশ এর বিল্ডিং বেটার ফিউচার ফর গার্লস প্রকল্পের সমন্বয়ে উলিপুর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার উদ্যোগে উলিপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় সভা কক্ষে  কুইজ,বিতর্ক প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  দিবসটি উপলক্ষে একটি র‌্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। আরডিআরএস বাংলাদেশের বিল্ডিং বেটার ফিউচার ফর গার্লস প্রকল্পের ‘বাল্যবিবাহ মেয়ে শিশুর ভবিশ্যত উন্নয়নের একমাত্র অন্তরায়’ বিষয় বিতর্ক ও কুইজ  প্রতিযোগিতায় অংশগ্রহন করেন হযরত ফাতিমা পৌর বালিকা উচ্চ বিদ্যালয় ও উলিপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ী হয় উলিপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়।
পরে উলিপুর উপজেলা ভূমি কর্মকর্তা সোহেল সুলতান জুলকার নাইন কবির এর সভাপতিত্বে আলোচনা সভায়  বিল্ডিং বেটার ফিউচার ফর গার্লস প্রকল্পের উপজেলা সমন্বয়কারী আরিফুজ্জামান আরিফ, উলিপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহাজাহান আলী, উলিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক উম্মে হাবিবা, মোঃ শাখাওয়াত হোসেন, সামসুন্নাহার, প্রমুখ বক্তব্য    রাখেন।

এ সময় বক্তারা কন্যা শিশুদের স্বাবলম্বী করে গড়ে তুলতে অবিভাবকদের দায়িত্ব, সচেতন ও করণীয় নিয়ে বিভিন্ন দিক তুলে ধরেন।
পরে বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার তুলে দেয়া হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here