আজিজুল হক নাজমুল –
কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রাম বিআরটিএ অফিসে দুদক পরিচালক আসলেও কোন অনিয়ম দূর্ণীতির ক্লু খুঁজে পাননি। সূত্র মতে জানা যায়, দুদক রংপুর জোন, কুড়িগ্রাম বিআরটিএ’র অফিসে নানা অনিয়মের অভিযোগ পেয়ে গত ৩ ডিসেম্বর দুদকের সহকারি পরিচালক (রংপুর) জাহাঙ্গীর আলমের নেতৃত্বে একটি টিম আকস্মিকভাবে দুই ঘন্টা ব্যাপী অভিযান পরিচালনা করে কোন অনিয়মের অভিযোগ খুঁজে পায়নি। বিআরটিএ’র অফিসে অফিস সহকারি জাবেদুল ইসলাম জানান, আমরা প্রতিদিন ৩/৪শত মানুষের সেবা দান করে সরকারি নিয়ম অনুযায়ী দায়িত্ব পালন করে আসছি। কুড়িগ্রাম লালমনিরহাট জোনের সহকারি পরিচালক আলতাফ হোসেন জানান, কুড়িগ্রাম অফিসের অফিস সহকারি ৩ জনের মধ্যে দুইজন আছে। সহকারি ও সহকারি মোটরযান পরিদর্শক না থাকায় কিছুটা কাজের ব্যহত হলেও আমরা যথাযথভাবে সেবা প্রদান করে আসছি। তিনি আরও বলেন, বিআরটিএ’র অফিসের নিজস্ব ভবন না থাকায় দাপ্তারিক কাগজপত্র যত্নসহকারে রাখা খুবই কষ্ট হচ্ছে। দুদক সহকারি পরিচালক (রংপুর) জাহাঙ্গীর আলম জানান, অভিযোগের পরিপ্রেক্ষিতে আকিস্মক তদন্তে গিয়ে কোন প্রমাণ পাওয়া যায়নি।