কুড়িগ্রামের ফুলবাড়ীর প্রত্নতাত্ত্বিক নিদর্শন জমিদার বাড়ির মন্দির সংস্কারের উদ্যোগ

0
3

কুড়িগ্রাম প্রতিনিধি – কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের প্রত্নতাত্ত্বিক নিদর্শন নাওডাঙ্গার ঐতিহ্যবাহী জমিদার বাড়ির মন্দির সংস্কারের উদ্যোগ নিয়েছে স্থানীয় নাওডাঙ্গা জমিদার বাড়ি মহার্চনা সংঘ। এই কমিটির উদ্যোগে ইতোমধ্যে জমিদার বাড়ির বিষ্ণু মন্দিরের সংস্কার কাজ শুরু হয়েছে। বুধবার (৮ মে) নাওডাঙ্গা জমিদারবাড়ী মহার্চনা সংঘের সাধারণ সম্পাদক রতন কুমার রায় এসব তথ্য নিশ্চিত করেছেন। এদিকে ওই মন্দিরের সংস্কার কাজ শুরু করার পরপরই এ নিয়ে একটি চক্র সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা শুরু করেছে বলে জানিয়েছেন মন্দির সংস্কারে গঠিত নাওডাঙ্গা জমিদার বাড়ি মহার্চনা সংঘের সাধারণ সম্পাদক রতন কুমার রায়। তিনি বলেন, জমিদারবাড়ির বিষ্ণু মন্দিরের ছাদ ভেঙ্গে গেছে। আমরা সংস্কার কাজ শুরু করার আগে সেসব ধ্বসে পড়া ময়লা আবর্জনা পরিষ্কার করছি। কিন্তু একটি পক্ষ পরিচ্ছন্নতা কার্যক্রমের ছবি তুলে ফেসবুকে দিয়ে তা ইট খুলে নেওয়ার বলে অপপ্রচার করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে।’ রতন কুমার রায় আরও বলেন, জেলার প্রত্নতাত্ত্বিক নিদর্শন এই জমিদারবাড়ির সংস্কারে সরকারি কোনও উদ্যোগ না থাকায় এই স্থাপনার ইটগুলো বিভিন্ন সময় চুরি হয়ে যাচ্ছে। এখানে মন্দির সংস্কার হলে ধর্ম চর্চা হবে। লোকজনের আনাগোনাও বাড়বে। এর ফলে স্থানীয় একটি চক্র মন্দিরের সংস্কারের বিরুদ্ধে চক্রান্ত শুরু করেছে। তারা সংস্কার কাজের পরিচ্ছন্নতা কার্যক্রমের ছবি ফেসবুকে দিয়ে এটাকে ‘জমিদারবাড়ীর স্থাপনা ভেঙ্গে ফেলা ও ইট চুরি’ বলে অপপ্রচার করে লোকজনকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। প্রকৃতপক্ষ এখানে মন্দিরের সংস্কার শুরু হয়েছে। লোকজনদের অনুরোধ করবো, তারা যেন এসব অপপ্রচারে বিভ্রান্ত না হোন। নাওডাঙ্গা জমিদারবাড়ি মহার্চনা সংঘের সভাপতি সৌরেন্দ্র চন্দ্র গোস্মামী জানান, কালের সাক্ষী এ জমিদারবাড়িতে দূর্গা মন্দির, শিব মন্দির ও বিষ্ণু মন্দির রয়েছে। দূর্গা মন্দিরে রাধা-কৃষ্ণ ঠাকুরে প্রতি রবিবার গীতা সংঘ অনুষ্ঠিত হয়। ভগবান শ্রী কৃষ্ণের পুণ্য জন্মতিথি প্রতি দোলপূর্ণিমায় বাড়ির সামনে বিস্তীর্ণ ফাঁকা মাঠে দোলের মেলা বসত। সে ধারাবাহিকতায় প্রতি বছর এই মন্দির প্রাঙ্গনে বেশ বড় আয়োজনে দোল উৎসব অনুষ্ঠিত হয়। এছাড়াও প্রতি বছর শিব মন্দিরে শিব পূজা অনুষ্ঠিত হয়। স্থানীয় সনাতন ধর্মবলম্বীদের দাবি ও ধর্মীয় অনুভূতির প্রতি একাত্মতা প্রকাশ করে কুড়িগ্রাম জেলা পরিষদ এই জমিদারবাড়ির বিষ্ণু মন্দিরের সংস্কারে ৬০ হাজার টাকা অনুদান দিয়েছে। আমরা কমিটির পক্ষ থেকে সেই সংস্কার কাজ শুরু করেছি। সংস্কার কাজ শেষ হলে সেখানে ভক্তদের জন্য বিষ্ণু ঠাকুরের মূর্তি স্থাপন করা হবে। মন্দিরটির সংস্কার সম্পর্কে ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মাছুমা আরেফিন জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে নাওডাঙ্গা জমিদার বাড়ির মন্দির সংস্কার নিয়ে একটি প্রচারণা আমার নজরে আসলে আমি ওই মন্দির সংস্কার কমিটিকে ডেকে পাঠাই। পরে জানতে পারি তারা জেলা পরিষদ থেকে বরাদ্দ নিয়ে বিষ্ণু মন্দিরের সংস্কার কাজ শুরু করেছেন। আমি স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে বিষয়টি তদারকির নির্দেশনা দিয়েছি। আশার করছি জনমনে আর কোনও বিভ্রান্তি থাকবে না। উল্লেখ্য, কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের নাওডাঙ্গা জমিদার বাড়িটি একটি প্রত্নতাত্ত্বিক নিদর্শন। অবিভক্ত ভারতবর্ষে নাওডাঙ্গা পরগণার জমিদার বহাদুর শ্রীযুক্ত বাবু প্রমাদা রঞ্জন বকসী এটি নির্মাণ করেন। ইট, চুন, সুরকির নিপুণ গাঁথুনির এ জমিদার বাড়িটি এখন একটি ধ্বংসাবশেষ। জেলার তথ্য বাতায়নে এটি একটি দর্শনীয় স্থান হিসেবে পরিচিতি পেয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here