দৈনিক সমাজের কন্ঠ

ফুলবাড়ীতে ২৭ দিন ব্যাপি পিপিআর রোগের টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন 

আজিজুল হক নাজমুল, কুড়িগ্রাম প্রতিনিধি।
কুড়িগ্রামের ফুলবাড়ীতে পিপিআর রোগ নির্মূল এবং ক্ষুরা রোগ নিয়ন্ত্রণ প্রকল্প,প্রাণিসম্পদ অধিদপ্তরের সহযোগিতায় ২৭ দিন ব্যাপী ছাগল ও ভেড়ার বিনামূল্যে পিপিআর রোগের টিকাদান ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করা হয়েছে।
সোমবার ২২ মার্চ উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতাল এর বাস্তবায়নে সদর ইউনিয়নের পানিমাছকুটি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সকাল ১০ টায় ২৭ দিনব্যাপী বিনামূল্যে টিকাদান ক্যাম্পেইনের শুভ উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রব্বানী সরকার, উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল লতিফ মিয়া, উপজেলা প্রাণিসম্পদ  কর্মকর্তা ডাঃ কৃষ্ণ মোহন হালদার, শিমুলবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান এজাহার আলী, পানিমাছকুটি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মন্জু শেখ, উপজেলা সহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা গৌতম কুমার মোহন্ত প্রমুখ।
উপজেলা প্রাণী সম্পদ কার্যালয় সুত্রে জানা গেছে, মুজিব শতবর্ষ উপলক্ষে উপজেলার ৬ টি ইউনিয়নের ৬৫ হাজার ছাগল ও ভেড়াকে বিনামূল্যে পিপিআর রোগের  টিকা প্রদান করা হবে।