আজিজুল হক নাজমুল –
কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের ফুলবাড়ীতে নন্দিরকুটি এবং প্রাণকৃষ্ণ গ্রাম সামাজিক শক্তি কমিটির অর্থায়নে ব্র্যাকের আল্ট্রা-পুওর-গ্র্যাজুয়েশন প্রোগ্রাম (ইউপিজি) এর সার্বিক সহযোগিতায় শীতার্তদের মাঝে কম্বল ও গরিব শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। শুক্রবার (২০ ডিসেম্বর) বিকালে উপজেলার শিমুলবাড়ির নন্দিরকুটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে নন্দিরকুটি গ্রাম সামাজিক শক্তি কমিটির উদ্যোগে ৩৫ জন অসহায় দুস্থ শীতার্ত মানুষের মাঝে কম্বল ও বৃহস্পতিবার বিকালে ফুলবাড়ীর প্রাণকৃষ্ণ গ্রাম সামাজিক শক্তি কমিটির উদ্যোগে মরানদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ৪৮ জন প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, আল্ট্রা-পুওর-গ্র্যাজুয়েশন প্রোগাম (ইউপিজি) ফুলবাড়ী কুড়িগ্রামের শাখা ব্যবস্থাপক আব্দুল কাদের, প্রোগাম অর্গানাইজার মমিনুল ইসলাম ও নুরুজ্জামান সরকার। এছাড়াও কম্বল বিতরণকালে নন্দিরকুটি গ্রাম সামাজিক শক্তি কমিটির সভাপতি আব্দুর রহমান আলী, সাধারন সম্পাদক আইয়ুব আলীসহ অন্যান্য সদস্য ও শিক্ষা উপকরণ বিতরণকালে প্রাণকৃষ্ণ গ্রাম সামাজিক শক্তি কমিটির সভাপতি আজগর আলী মাষ্টার, সাধারন সম্পাদক রফিকুল ইসলামসহ কমিটির সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।