কুষ্টিয়ায় স্ত্রী ও পুত্রকে হত্যাকারী আটক এসআই সৌমেন ফুলতলা থানায় কর্মরত

0
0

প্রণব মন্ডল, বিশেষ প্রতিনিধিঃ  এ.এস. আই সৌমেন রায় খুলনা জেলার ফুলতলা থানায় কমর্রত।তার জন্মহান মাগুরা জেলা ।মাগুরা জেলার সদর থানার আসবা গ্রামের সুনীল রায়ের পুএ সৌমেন।তার ২য় স্ত্রী রয়েছে। গোপনসূত্রে জানা যায়, তার ১ ম স্ত্রীর এক কন্যা ও এক পুত্র রয়েছে। কুষ্টিয়ায় প্রকাশ্য দিবালোকে স্ত্রী ছেলেসহ তিনজনকে গুলি করে হত্যা করেছে এ.এস.আই সৌমেন। গত রোববার শহরের কাষ্টম মোড় এলাকায় রোববার দুপুর পৌনে ১২ দিকে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন, শাকিল (২৮), আসমা (২৫),আসমার সন্তান রবিন(৫)। তবে কি কারনে এই হত্যাকান্ড ঘটেছে সে বিষয়ে কিছু জানা যায় নি।প্রত্যক্ষদর্শীরা জানান,বেলা ১১ টার দিকে তারা হঠাৎ গুলির শব্দ শুনতে পান ।এ সময় এক শিশুকে পেছন থেকে গুলি করলে সে পড়ে যায়।এরপর নারী ও এক পরুষকে কাছ থেকে গুলি করা হয়। আশেপাশের লোকজন গুলি করা ব্যক্তিকে ধরতে গেলে তিনি দৌড়ে তিন তলা ভবনের ভেতর ঢুকে পড়েন।এর কিছুক্ষন পর হামলাকারীকে একটি বাড়ির মধ্যে আটকে রাখে স্হানীয়রা। কুষ্টিয়া মডেল থানার ওসি সাব্বিরুল ইসলাম বলেন, শহরের কাষ্টম মোড় এলাকায় তিনজনকে গুলি করে এক দূর্বৃও ।এতে ঘটনাস্থলেই এক নারী ও হাসপাতালে নেওয়ার পর তার শিশু সন্তান মারা যায়।আর গুরুতর আহত অবস্থায় অন্যজনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয় ।সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন।তিনি আরও বলেন, ঘটনার পর স্হানীয় জনতা অভিযুক্তকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। হত্যাকান্ডের প্রকৃত কারন জানা যায়নি, তবে তদন্ত চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here