দৈনিক সমাজের কন্ঠ

মাগুরা’র টিলায় আধিপাত্য বিস্তার কেন্দ্র করে বাড়িঘর, দোকানপাট ভাংচুরসহ আহত ০৭

জসীম উদ্দীন (মাগুরা) থেকে:মাগুরা সদর উপজেলার টিলা গ্রামে আধিপাত্য বিস্তারকে কেন্দ্র করে গতকাল দুই গ্রুপের সংঘর্ষে ২০ টি বাড়িসহ দোকানপাট ভাংচুর ও ০৭ জন আহত হয়ছে। সামাজিক ভাবে একটি গ্রুপ নেতৃত্ব দেই সাবেক মেম্বর আমিনুর জোমাদ্দার ও বক্কার জোমাদ্দার, আরেকটি গ্রুপ নেতৃত্ব দেই মনির বিশ্বাস ও সাবেক মেম্বর খলিল মোল্যা।দীর্ঘদিন ধরে দুই গ্রুপের মধ্যে দ্বন্দ চলে আসছিল। মনির মেম্বর বলেন গতকাল সকালে তার গ্রুপের লোক সাজ্জাদ ও আজাদ মাঠে কৃষিকাজ করতে গেলে বক্কার জোমাদ্দারের লোকজন দেশীয় অস্ত্রনিয়ে তাদের ধাওয়াদেয় এ খবর গ্রামে ছড়িয়ে পড়লে দেশীয় অস্ত্র নিয়ে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ শুরু হয় এতে দুইজন মহিলা সহ ০৭ জন আহত হয়। আহতরা হল ০১/খোকন মৃধা (৬০),০২/ বারিক বিশ্বাস (৭৫), ০৩/জিন্নাত বিশ্বাস (৩০),০৪/ আপাংগীর (৩০),০৫/ আকবর (৮২), এছাড়া ওমরের স্ত্রি ও জান্নাতের স্ত্রি সবাই মাগুরা সদর হাসপাতে ভর্তি। টিলা গ্রামের আয়ুব আলী জানান সংঘর্ষে আহতদেরই ২০/২২টা বাড়িঘর,দোকানপাট ভাংচুর ও লুটপাট করা হয়।খবর পেয়ে মাগুরা সদর থানা পুলিশ এসে পরিস্তিতি নিয়োন্ত্রনে আনার চেস্টা করে কিন্তু পরিস্তিতি নিয়োন্ত্রনের বাইরে চলে গেলে পরোবর্তিতে রিজার্ভ ফোর্স এসে পরিস্তিতি নিয়োন্ত্রনে নিয়ে আসে।এদিকে আজ আবার সকালে বক্কার জোমাদ্দারের লোকজন বেশকিছু বাড়ীঘর ভাংচুর করেছে বলে গ্রামের আকছেদ আলী দাবি করেন।  পরিস্হিতি এখনও থমথমে গ্রামে পুলিশ মোতায়েন রয়েছে থানায় এখনও পর্যন্ত মামলা হয়নি