দৈনিক সমাজের কন্ঠ

ভালো কাজের অনুশীলনের স্বীকৃতি: মাগুরা জেলা প্রশাসনের পুরস্কার বিতরন’

জসীম উদ্দীন, মমাগুরা থেকে : ” ভালো কাজের নাগরিক অনুশীলন স্বীকৃতি দেবে মাগুরা জেলা প্রশাসন ” এই স্লোগানকে সামনে রেখে  মাগুরা ৩টি ভিন্নধর্মী প্রতিযোগিতার আয়োজন করে মাগুরা জেলা প্রশাসন।
সোমবার (৮জুলাই) সকাল ৯ টা থেকে পর্যায়ক্রমে, ভালো কাজের স্বীকৃতি প্রদান, We Make Mistakes, “ সৃজনশীল কৃষ্টি, মোহনীয় মাগুরার সৃষ্টি ” এই ৩টি প্রতিযোগিতার পুরস্কার প্রদান করেন জেলা প্রশাসকের চাঁদের হাট সম্মেলন কক্ষে।
এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন ড. শ্রী বীরেন শিকদার,মাননীয় সংসদ সদস্য মাগুরা-২। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন  মোহাম্মদ আবু নাসের বেগ জেলা প্রশাসক মাগুরা।
এ সময় মাগুরার কৃতি সন্তান যারা বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বিজয় হয়েছে তাদেরকে পুরস্কৃত করা হয়। পুরস্কারের মধ্যে প্রথম পুরস্কার ছিল ১টি ল্যাপটপ,  দ্বিতীয় পুরস্কার ছিল ১টি ট্যাব,  তৃতীয় পুরস্কার ছিল ১টি স্মার্ট ফোন। এছাড়া সকল প্রতিযোগীকে ভালো কাজের স্বীকৃতির জন্য  সনদপত্র প্রদান করা হয়।