দৈনিক সমাজের কন্ঠ

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনা। ৬ জন বাংলাদেশি সহ নিহত ১১

সমাজের কন্ঠ ডেস্ক – মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় ৬জন বাংলাদেশিসহ মোট ১১ জন নিহত হয়েছে। খবরে জানা যায় মালেশিয়ার নিলাই থেকে এয়ারপোর্টগামী একটি বাস দুর্ঘটনায় পতিত হলে এই মর্মান্তিক ঘটনা ঘটে। এই ঘটনায় আহত হয়েছে আরও অন্তত ৩৪ জন। তবে, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।



জানা গেছে, রোববার (৭ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক ১২টার দিকে নিলাই থেকে এয়ারপোর্ট গামী বাংলাদেশি কর্মীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে যায় এবং ঘটনাস্থলে ৬জন বাংলাদেশিসহ ৯জন কর্মী নিহত হয়। এরপর হাসপাতালে আরও দুইজনের মৃত্যু হয়।

এরই মধ্যে নিহত ৬ বাংলাদেশীর পরিচয় পাওয়া গেছে।



তারা হলেন-

(১) মোহাম্মদ সোহেল। (২) মোহাম্মদ মোমিন (৩) আল আমিন (৪) মোহাম্মদ রাকিব মোহসিন (৫) মোহাম্মদ গোলাম (৬) রাম চৌধুরী।

ঘটনার পর ঘটনাস্থল ঘিরে রাখে স্থানীয় পুলিশ। কেএলআইএ এর পুলিশ প্রধান এসিপি জুলকিফিলি জানান, নিহতদের মধ্যে আটজন বিদেশি কর্মী, বাস চালক এবং একজন স্থানীয় রয়েছে।



তিনি বলেন, সেরডাঙ্গ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজন বিদেশি নাগরিক মারা যান। যিনি একজন মহিলা কর্মী ছিলেন।

জুলকিফিলি জানান, বাসে ৪৩ জন কর্মী ছিলেন। যারা সকলেই বিদেশি। তিনি আরও জানান, আহতদেরকে চিকিৎসার জন্য সার্ডাঙ্গ হাসপাতালে, পুলরাজায়া হাসপাতাল, ব্যাটিং হসপিটালে এবং কাজ হাসপাতালে পাঠানো হয়েছে।