সমাজের কন্ঠ ডেস্ক – অবৈধভাবে ক্ষমতা ধরে রাখায় মালিতে সেনা অভ্যু্ত্থান।প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্ট আটক। আফ্রিকার দেশ মালির প্রধানমন্ত্রী বোবোউ চিসে ও প্রেসিডেন্ট ইব্রাহিম বৌবাকার কেইতাকে আটক করেছে দেশটির সেনা বাহিনীর একটি অংশ। মঙ্গলবার (১৮ আগস্ট) দিনভর দেশটির কাতি সামরিক ঘাটিতে গোলাগুলির পর তাদের আটক করা হয় বলে জানিয়েছে কাতার ভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা।
প্রতক্ষদর্শীদের বরাতে আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে, কাতি ঘাঁটির আশপাশে সাজোয়া ট্যাংক নিয়ে সেনাদের টহল দিতে দেখা যায়। এ বিষয়ে দেশটির এক সামরিক বাহিনীর মুখপাত্র বলছে, গোলাগুলির খবর ছাড়া অন্য কোনো তথ্য এখনো জানতে পারেনি তারা।
অন্যদিকে বিদ্রোহীদের পক্ষ থেকে ঘোষণা করা হয়, ‘প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী এখন আমাদের হাতে রয়েছেন। আমরা তাদের বাস ভবনের নিয়ন্ত্রণ নিতে সক্ষম হয়েছি।