আর্জেন্টিনার টাকা নোটে থাকবে ফুটবল ঈশ্বর ম্যারাডোনার ছবি

0
0
সদ্য প্রয়াত সর্বকালের সেরা ফুটবলার ও ফুটবল ঈশ্বর দিয়েগো ম্যারাডোনা

ভালোবাসা জানানোর ক্ষেত্রে আর্জেন্টিনাই বা কেন পিছিয়ে থাকবে? এ কারণেই ম্যারাডোনাকে দেশটির ইতিহাসে চিরস্থায়ী জায়গা করে দেওয়ার চিন্তা করছে। ম্যারাডোনার ছবিসংবলিত ব্যাংক নোট বাজারে ছাড়ার প্রস্তাব দেওয়া হয়েছে। নোটের একদিকে ম্যারাডোনার ছবি থাকবে, অন্যদিকে থাকবে বিশ্বকাপের ইতিহাসের সেরা গোলের মুহূর্তটি। আর্জেন্টিনার মুদ্রার এক হাজার বা এর বেশি মূল্যমানের নোটগুলোতে ছাপা হবে ম্যারাডোনার ছবি।

বিজ্ঞাপন
এ মুহূর্ত কোনো আর্জেন্টাইন ভুলতে পারবেন না।

আর্জেন্টিনাকে সর্বশেষ বিশ্বকাপ জিতিয়েছেন ম্যারাডোনা। ১৯৮৬ বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে স্মরণীয় দুটি গোল করেছিলেন এই কিংবদন্তি। প্রথম গোলটি তো বিতর্কিত সেই হাত দিয়ে করা গোল। আর দ্বিতীয় গোলটি করার স্বপ্ন দেখেন প্রতিটি ফুটবলার। ম্যারাডোনার সেই কীর্তিকে ব্যাংক নোটে স্মরণীয় করে রাখার প্রস্তাব দিয়েছেন ফ্রেন্তে দে তোদোস রাজনৈতিক দলের নেত্রী নোর্মা দুরানগো। তিনি রেডিও লা রেডকে বলেছেন, ম্যারাডোনাকে শ্রদ্ধা জানানোর জন্যই এটা করা হবে। তাঁর জীবন ও ক্যারিয়ারটা অনন্য। ভুলত্রুটির ঊর্ধ্বে ছিলেন না, এটাই তাঁকে গ্রিক পুরাণের নায়কদের মতো বানিয়েছে। অন্তত নিৎশার (জার্মান দার্শনিক) ‘দ্য বার্থ অব ট্র্যাজেডি’তে এমনটাই তো দেখিয়েছে।

এই গোলের ছবি ব্যাংক নোটে দেখা যেতে পারে।

এই গোলের ছবি ব্যাংক নোটে দেখা যেতে পারে।

আপাতত যে প্রস্তাব দেওয়া হয়েছে, তাতে ব্যাংক আর্জেন্টিনাকে বলা হয়েছে, ২০২১ সালে এক হাজার আর্জেন্টাইন ডলার বা তার বেশি মূল্যমানের কমপক্ষে অর্ধেক নোটে ডিয়েগো আরমান্দো ম্যারাডোনার ছবি একদিকে দিতে বলা হয়েছে। নোটের অন্যদিকে ১৯৮৬ সালের ২২ জুন মেক্সিকোতে ইংল্যান্ডের বিপক্ষে করা দ্বিতীয় গোলের মুহূর্ত দিতে বলা হয়েছে।

এ ছাড়া আগামী বছর ম্যারাডোনার পুরো ক্যারিয়ারের মুহূর্তগুলো নিয়ে স্ট্যাম্প ছাপানোর প্রস্তাব দেওয়া হয়েছে। ম্যারাডোনা খেলোয়াড় ও কোচ হিসেবে আর্জেন্টিনার হয়ে যত ক্লাবে খেলেছেন এবং কোচিং করিয়েছেন, তার সব স্মৃতি এভাবে ধরে রাখার প্রস্তাব দেওয়া হয়েছে।

সূত্র: প্রথম আলো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here