সাজানো ও মিথ্যা মামলায় কারাগারে দক্ষিণ বাংলার সম্পাদক মাসুম ইসলাম-দাবী পরিবারের

0
3
ফাইল ছবি

স্টাফ রিপোর্টার : ষড়যন্ত্রমূলকভাবে মিথ্যা মামলা সাজিয়ে জনপ্রিয় অনলাইন পত্রিকা দক্ষিণ বাংলার সম্পাদক আশরাফুল ইসলাম মাসুম ওরফে মাসুম ইসলামকে ফাঁসানো হয়েছে বলে দাবি করেছেন মাসুমের পরিবার।এদিকে পুলিশের পক্ষ থেকে ৭ দিনের রিমান্ড চাওয়া হলেও তা আদালত না মঞ্জুর করে।

২২শে মে বুধবার খুলনার বিচারিক আদালতে সাংবাদিক আশরাফুল ইসলাম মাসুমকে হারিজ করা হলে আদালত জেল গেটে দুই দিনের শুনানি মঞ্জুর করেন। অপরদিকে, মাসুমের পরিবারের দাবি একটি বিশেষ মহল সৎ, সাহসী ও নির্ভিক সাংবাদিক মাসুমকে ষড়যন্ত্রমূলক ভাবে সাজানো মামলায় ফাঁসানো হয়েছে।
প্রসঙ্গত, খুলনা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি তোফায়েল আহমেদের নেতৃত্বে অভিযান চালিয়ে নওয়াপাড়ার আশরাফুল ইসলাম মাসুমকে ৮০ বোতল ফেন্সিডিল ও অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র ও গুলিসহ (১৮ এপ্রিল) শনিবার দিবাগত রাতে ফুলতলার যুগ্নিপাশা এলাকা থেকে আটক করা হয়। এদিকে উক্ত ঘটনা কেন্দ্র করে নওয়াপাড়া প্রেসক্লাব এক জরুরী সভা ডেকে তড়িঘড়ি করে মাসুমকে প্রেসক্লাবের সদস্য পদ থেকে বহিস্কারও একটি সড়যন্ত্রমুলক বলে মনে করছেন মাসুমের পরিবার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here