দৈনিক সমাজের কন্ঠ

মেট্রো রেলের যন্ত্রাংশ নিয়ে মোংলা বন্দরে ভিড়েছে থাইল্যান্ডের পতাকাবাহী জাহাজ এমভি এসপিএম ব্যাংকক

সাব্বির হাসান আকাশ, বাগেরহাট প্রতিনিধি:
মেট্রোরেলের যন্ত্রাংশ নিয়ে মোংলা বন্দরে ভিড়েছে থাইল্যান্ড পতাকাবাহী এমভি এস পি এম ব্যাংকক জাহাজ। 
৩১ মার্চ বুধবার বিকাল সাড়ে ৪ টায় বন্দরের ৭ নম্বর জেটিতে নোঙ্গর করে এ জাহাজটি। মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এ্যাডমিরাল এম মুসা এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন মেট্রোরেল (রেলওয়ে কার) ৬টি বগি নিয়ে আসা এটাই প্রথম চালান। এরপর ধীরে ধীরে আরো ১৩৮টি বগি এই বন্দর দিয়ে খালাস হবে।
 এগুলো নদীপথে ঢাকায় যাবে বলেও জানান তিনি। মেট্রোরেল বগি নিয়ে আসা বিদেশি এ জাহাজের স্থানীয় এজেন্ট এনসিয়ট স্টিমশিপ কোম্পানি লিমিটেডের মহাব্যবস্থাপক মোঃ ওহিউদুজ্জামন বলেন, রেলওয়ে কারগুলো জাপানের কাওয়াসাকি হ্যাভি ইন্ডাস্টিজ্র কোম্পানি লিমিটেড তৈরি করছে। ২০২২ সালের মধ্য ঢাকার মেট্রোরেলের পুরো যন্ত্রাংশ আসবে বলেও জানান তিনি।
সর্বশেষ খবর অনুযায়ি বুধবার সন্ধ্যায় মেট্রোরেলের যন্ত্রাংশ থাই পতাকাবাহী জাহাজ থেকে খালাস শুরু হয় বলে জানা গেছে। এসময় মোংলা বন্দর কর্তৃপক্ষ’র উর্ধতন কর্মকর্তারা, স্থানীয় শিপিং কোম্পানী ও ষ্টিভেডার্স খুলনা টেডার্স এর প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।