দৈনিক সমাজের কন্ঠ

বাঘের আক্রমনের শিকার হরিন বাঁচতে চলে এলো লোকালয়ে

সাব্বির হাসান আকাশ, মোংলা প্রতিনিধিঃ সুন্দরবনে বাঘের আক্রমণের শিকার হয়ে মোংলার লোকালয়ে চলে আসা একটি জীবিত হরিণ উদ্ধার করেছে বন বিভাগ। প্রাথমিক চিকিৎসা দিয়ে আবার ছেড়ে দেয়া হয়েছে বনে। বৃহস্পতিবার (১০ জুন) সকালে সুন্দরবন সংলগ্ন মোংলার বৈদ্যমারি এলাকার দুলাল হাওলাদারের বাড়ীতে চলে একটি হরিন। এর পর স্থানীয়রা বন বিভাগে খবর দেয়।

স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পূর্ব সুন্দরবন চাদপাই রেঞ্জের বন বিভাগের একটি টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে হরিণটি উদ্ধার করে বন বিভাগের চাদপাই রেঞ্জ অফিসে নিয়ে আসে। সুন্দরবন চাদপাই রেঞ্জ কর্মকর্তা এনামুল হক জানান,উদ্ধার হওয়া হরিনটির গলায় কামড়ের দাগ ছিলো। তাই ধারনা করা হচ্ছে বাঘের আক্রমনের শিকার হয়ে হরিণটি লোকালয়ে চলে এসেছে।

তিনি আরো জানান, করমজল বন্যপ্রানী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আজাদ কবিরের পরামর্শে প্রাথমিক চিকিৎসা দিয়ে দুই ঘন্টা পর আবার উদ্ধার হওয়া হরিনটি সুন্দরবনে ছেড়ে দেয়া হয়েছে।