মোংলা বন্দরে পশুর নদীতে আবারো কয়লা ভর্তি কার্গো জাহাজ ডুবি

0
0
সাব্বির হাসান আকাশ, বাগেরহাট প্রতিনিধি।
মোংলা বন্দরের পশুর নদীর কাটাখালীতে ৫শ’ মট্রিক টন কয়লা নিয়ে এমভি ইফসিয়া মাহীন নামক একটি কার্গো জাহাজ ডুবে গেছে। ৩০ মার্চ মঙ্গলবার সকাল ১১টায় নদীর ক্রিক বয়ার নোঙ্গর থেকে স্রোতের তিড়ে অপর একটি লাইটাররে সঙ্গে ধাক্কা লেগে এ দূর্ঘটনা ঘটে। এ সময় ডুবে যাওয়া কার্গো মাস্টার সহ ১০ নাবিক সাতরে তীরে উঠতে সক্ষম হয়। মোংলা লাইটার শ্রমিক ইউনিয়ন ও প্রত্যক্ষদর্শীরা জানায়- বন্দর চ্যানেলের হারবাড়িয়ায় অবস্থানরত একটি বিদেশী মাদার ভ্যাসল(বড় জাহাজ) থেকে ৫শ’ মট্রিক টন কয়লা বোঝাই করে খুলনার উদ্দেশ্যে রওয়ানা হয়ে ক্রিক বয়ায় যাত্রা বিরতি করে কার্গো জাহাজ এমভি ইফসিয়া মাহীন। ওই বয়ায় আরও ১৫-১৬টি পণ্য বোঝাই লাইটার জাহাজ অবস্থান করছিল। মঙ্গলবার দুপুরে হঠাৎ স্রোতের টানে বয়াটির নোঙ্গর স্থানচ্যুত হলে পণ্যবাহী লাইটার গুলো দ্রুত সরে যাওয়ার চেষ্টা করলে এমভি ইফসিয়া মাহীন নামের কার্গোটি অপর একটি লাইটারের সঙ্গে আঘাত লাগে তলা ফেটে যায়। এ সময় মাস্টার জাহাজটি চালিয়ে তীরে বেড়ানোর চেষ্টা করাতেই কাটাখালী বন্দরের ফুয়েল জটির বরাবর নদীর মাঝখানে ডুবে যায়।
ডুবে যাওয়া লাইটারের মাষ্টার মোঃ শাহআলম জানান দূর্ঘটনা কবলিত এ জাহাজটি এখন পুরাপুরি নিমজ্জিত থাকলেও ভাটার সময় জেগে উঠবে। এ দিকে কয়লা পরিবহন ঠিকাদার খুলনার মেসার্স মোহাম্মদ ইটারন্যাশনালর স্বতাধীকারী বাদল জানান, কয়লা বোঝাই করে এমভি ইফসিয়া মাহীন খুলনার দিঘলিয়ায় একটি ইটের ভাটায় যাওয়ার কথা ছিল। কি পথিমধ্য এ দূর্ঘটনা ঘটে। ডুবে যাওয়া কার্গো উদ্ধারের বিষয় তিনি নিশ্চিত করে কিছু জানাতে পারেননি। তবে বাংলাদেশ লাইটার শ্রমিক ইউনিয়নের মোংলা শাখার সহ-সভাপতি  মাইনুল হোসেন মিটু জানান, ডুবে যাওয়া কার্গোটি উদ্ধার কাজের জন্য তারা সংশ্লিষ্ট দপ্তর সমূহ যোগাযোগ করছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here