মণিরামপুরে দ্বিতীয় ধাপে আজ ৫ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত

0
0

ইমরান হোসেন সাকিব, নিজস্ব প্রতিনিধি মণিরামপুরে দ্বিতীয় ধাপে আজ পাঁচজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্তদের মধ্যে ব্যাংক কর্মকর্তা, হাসপাতালের নার্স, শিক্ষক ও শিক্ষার্থী রয়েছেন। শনিবার (৩ এপ্রিল) মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. অনুপ বসু বিষয়টি নিশ্চিত করেছেন। নতুন করোনা পজেটিভ পাঁচজন হলেন, মণিরামপুর সোনালী ব্যাংকের কর্মকর্তা বিল্লাল হোসেন (৩২), মণিরামপুর হাসপাতালের স্টাফ নার্স আসমা বিশ্বাস (৫০), তার স্বামী শিক্ষক সাজ্জাদ হোসেন (৬৩), কলেজশিক্ষার্থী ইভানা আজিজ (২৪) এবং ব্যবসায়ী তারেক হোসেন (৩১)। আক্রান্তদের সবার জ্বর, সর্দি ও কাশি রয়েছে। ডা. অনুপ বসু বলেন, গত বৃহস্পতিবার (১ এপ্রিল) জ্বর, সর্দি ও কাশি নিয়ে হাসপাতালে নমুনা দেন সাত জন। আজ শনিবার ( ৩ এপ্রিল) তাদের মধ্যে চারজনের করোনা পজেটিভ রিপোর্ট আসে। এরআগে গত সপ্তাহে একজনের পজেটিভ রিপোর্ট এসেছে। আজ নতুন সাত জনের নমুনা সংগ্রহ করে যশোর সিভিল সার্জন অফিসে পাঠানো হয়েছে। দ্বিতীয় ধাপে এইপর্যন্ত হাসপাতাল থেকে মোট ৩৫ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। ডা. অনুপ বলেন, আক্রান্তদের সবার সাথে কথা হয়েছে। চিকিৎসাসহ তাদের প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হচ্ছে। তারা বাড়িতে কোয়ারেন্টাইনে থেকে চিকিৎসা নেবেন। কোয়ারেন্টাইন নিশ্চিত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here