দৈনিক সমাজের কন্ঠ

মনিরামপুরে প্রতিবন্ধি ছেলের জন্য একটি হুইল চেয়ারের জন্য দরিদ্র পিতার আকুতি 

শামিম হোসেন, মনিরামপুর প্রতিনিধিঃ ১৮ বছর বয়সী প্রতিবন্ধি যুবক বশির হোসেন চলাফেরা তো দূরের কথা, উঠে বসতেও পারে না। তবুও মুখ ভরা হাসি নিয়ে বাড়ির উঠোনের এক কোণায় সারাদিন শুয়ে দিন কাটে তার মনিরামপুর উপজেলার ঢাকুরিয়া ইউনিয়নের উওর পাড়া গ্রামের দিনমজুর অহিদুল এর ছেলে বশির শারীরিক অক্ষমতা ঠেলে দিয়েছে এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে। সরেজমিনে গিয়ে দেখা যায়, প্রতিবেশী শিশুরা যখন স্কুলে যায় তখন বাঁশের চরাটের উপর শুয়ে সবার দিকে চেয়ে থাকে শিশুটি। খেলাধুলা, স্কুলে যাওয়া তো দূরের কথা, বাবা-মা আর আত্মীয়-স্বজনদের কোলে চড়ে চলাফেরা করতে হয় সবসময়। জন্মের পর থেকেই চলাফেরায় অক্ষম বশির হাতে-পায়ে নেই কোনো শক্তি। তবুও পড়াশোনায় প্রবল আগ্রহ তার। বই দেখলেই হাত দিয়ে পাতা ওল্টানোর চেষ্টা করে সে। দিনমজুর বাবার পক্ষে ছেলের জন্য কিনে দেয়া সম্ভব হয়নি একটি হুইল চেয়ার। দিনমজুরির অল্প উপার্জনে সংসার চলে কোনো রকমে। জনপ্রতিনিধি থেকে শুরু করে বিভিন্নজনের কাছে ছেলের জন্য একটি হুইল চেয়ারের সহযোগিতা চেয়েও মেলেনি। পেয়েছেন শুধুই আশ্বাশ ছেলের জন্য একটি হুইল চেয়ারের আকুতি জানিয়ে , বাবা বলেন খেতে পারি না ঠিক মতো , আমার ছেলের হুইল চেয়ার কিনে দিবো কিওে একটি হুইল চেয়ারের ব্যবস্থা হলে, সে (বশির) স্বাভাবিক চলাফেরা করার সুযোগ পেত। এতে কিছুটা স্বাস্থী পেতেন বলে জানান তিনি শিশু বশির কে কারও হুইল চেয়ার দেয়ার আগ্রহ থাকলে এ বিষয়ে কথা বলতে পারেন।

বশিরের পিতার মোবাইল নাম্বার ০১৩২১৪১৬২৬০