কলি আক্তার মোরেলগঞ্জ (বাগেরহাট)প্রতিনিধি:
বাগেরহাটের মোরেলগঞ্জে ৩৬০ ক্ষুদ্র কৃষকের মাঝে বিনামূল্যে ভূট্টার বীজ বিতরন করা হয়েছে। উপজেলা কৃষি অফিসারের উদ্যোগে ২০২২-২০২৩ অর্থ বছর রবি মৌসুমে উপজেলা পরিষদের এডিপি বরাদ্দের ১৬ টি ইউনিয়নে এ উপলক্ষে সোমবার অফিসার্স ক্লাব আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান অ্যাড.শাই-ই আলম বাচ্চু।উপজেলা নির্বাহী অফিসার এসএম তারেক সুলতানের সভাপতিত্বে বিশেষ অতিথী ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম, মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা খানম।স্বাগত বক্তৃতা করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আকাশ বৈরাগী।
অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন সহকারী কৃষি সম্প্রসারন অফিসার আব্দুল কুদ্দুস মোল্লা, উপ সহকারী কৃষি অফিসার মো. মিজানুর রহমান প্রমুখ