দৈনিক সমাজের কন্ঠ

মোরেলগঞ্জে অতি দরিদ্র পরিবারগুলো থেকে শিশু শ্রম বাড়ছে

কলি আক্তার মোরেলগঞ্জ(বাগেরহাট) প্রতিনিধি:
‘অতি দরিদ্র পরিবারগুলো থেকে শিশু শ্রমিকের সংখ্যা বাড়ছে। আয় কমতে থাকা পরিবারগুলো তাদের শিশু সন্তানদেরকে বাধ্য হচ্ছে শিশুশ্রমে নিয়োগ করতে। এ ক্ষেত্রে সরকারের দেওয়া উপবৃত্তির টাকা যথেষ্ট নয়। সে কারনে অনেক শিশু বিদ্যালয় ছেড়ে শ্রমিকের কাতারে চলে যাচ্ছে’।
শিশুশ্রম মুক্ত উপজেলা গড়তে বাগেরহাটের মোরেলগঞ্জে আয়োজিত একটি মতবিনিময় এমন মতামত উপস্থাপন করেছেন সভায় অংশ গ্রহনকারিরা। সোমবার বেলা ১১টার দিকে বেসরকারি উন্নয়ন সংস্থা উদয়ন বাংলাদেশ এ সভার আয়োজন করে।

সংস্থটির পরিচালক ইসরাত জাহানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ মত বিনিময় সভায় বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্য, শিক্ষক, অভিভাবক, সাংবাদিক ও এনজিও প্রতিনিধিরা অংশ গ্রহন করেন।

বিষয়ভিত্তিক আলোচনা করেন ইনসাইডিন বাংলাদেশ এর রাফিউল আলী, উদয়ন বাংলাদেশ এর সমন্বয়কারি রূপা জামান, বেসরকারি সংস্থা ভিডিএফ’র পরিচালক মো. আমীর আলী, আবুল কালাম খান, আনিসুর রহমান কাইউম ও পারভিন আক্তার ।