কলি আক্তার মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি
সুশাসন, জবাবদিহিতা, নাগরিক সেবার মানউন্নয়নে বাগেরহাটের মোরেলগঞ্জ নিশানবাড়িয়া ইউনিয়নে ২০২৩-২০২৪ অর্থ বছরের ৪ কোটি ৮৩ লাখ ৭০ হাজার ৮শ’ টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। সোমবার দুপুরে ইউনিয়ন পরিষদ চত্ত¡রে এ বাজেট সভায় সভাপতিত্ব করেন নিশানবাড়িয়া ইউপি চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম।
পানিই জীবন ডরপ ইভলপ প্রকল্পের সহযোগীতায় ও ইউনিয়ন পরিষদের আয়োজনে বাজেট সভায় আলোচনা করেন ইউপি সচিব মো. সালাহউদ্দিন, র্ডপ পানিই জীবন প্রোগ্রাম কো-অর্ডিনেটর মো. আমির খসরু, উপজেলা কো-অর্ডিনেটর শওকত চৌধুরি, ইউপি সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল, শিক্ষক মো. হারুন অর রশীদ, আওয়ামী লীগ নেতা শাহজাহান চাপরাশী, যুবলীগ নেতা শামীম আহসান, গিয়াস উদ্দিন, স্বেচ্ছাসেবক লীগ নেতা মো. হারুন হাওলাদারসহ স্থানীয় বিভিন্ন সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ। এ উন্মুক্ত বাজেটে গ্রামীণ অবকাঠামো উন্নয়নে যোগাযোগ খাতে সর্বোচ্চ বরাদ্দ রাখা হয়েছে ৭৫ লাখ টাকা ও জলবায়ু পরিবর্তনতায় পানি স্যানিটেশন ও পিএসএফ নির্মাণ খাতে ৬০ লাখ টাকা।