দৈনিক সমাজের কন্ঠ

মোরেলগঞ্জে মোবাইল কোর্ট কর্তৃক বিদ্যলয়ের জমি উদ্ধার

কলি আক্তার মোরেলগঞ্জ(বাগেরহাট)প্রতিনিধি
বাগেরহাটের মোরেলগঞ্জে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেদখল হয়ে যাওয়া জমি মোবাইল কোর্ট পরিচালনা করে উদ্ধার করা হয়েছে। ৮৪ নং জিলবুনিয়া-কামলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জমি উদ্ধার করতে মঙ্গলবার বেলা ১২টার দিকে সেখানে অভিযান চালিয়ে ৫টি দোকান উচ্ছেদ করে মোবাইল কোর্ট।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম তারেক সুলতান এ অভিযানের নেতৃত্ব দেন।
সহাকারি কমিশনার(ভূমি) মো. আব্দুল মালেক, উপজেলা প্রকৌশলী মো. আরিফুল ইসলাম, ফায়ার সার্ভিস মোরেলগঞ্জ স্টেশন কর্মকর্তা প্রবীর দেবনাথ ও প্রধান শিক্ষক মো. মনিরুল ইসলাম এ সময় উপস্থিত ছিলেন।

জানা গেছে, এক যুগেরও অধীক সময় ধরে স্থানীয় পেশিশক্তির বলে বিদ্যালয়ের জমি দখল করে শাজাহান হাওলাদার, হারুণ হাওলাদার, মনির হাওলাদার, মজিবর শেখ ও আলম হাওলাদার দোকানঘর নির্মাণ করে ব্যাবসা করে আছিলেন। বিদ্যালয়ের সীমানা প্রচীর নির্মাণের জন্য আজ ওই দোকানগুলো উচ্ছেদ করা হয়।