দৈনিক সমাজের কন্ঠ

মোরেলগঞ্জে জাতীয় বীমা দিবস উপলক্ষে র্্যালি অনুষ্ঠিত

কলি আক্তার, মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধিঃ
জাতীয় বীমা দিবস ২০২২ উদযাপন উপলক্ষে বাগেরহাটের মোরেলগঞ্জে র ্যালি, উদ্বুদ্ধকরণ সভা ও রচনা প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার বেলা ১০টায় অনুষ্ঠিত র ্যালিতে নেতৃত্ব দেন স্থানীয় সংসদ সদস্য, জীবন বীমা কর্পোরেশনের সাবেক পরিচালক অ্যাড. আমিরুল আলম মিলন।
পরে অননুষ্ঠিত উদ্বুদ্ধকরণ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক।
অন্যান্যের মধ্যে আলোচনা করেন ন্যাশনাল লাইফ ইনসুরেন্সের জোনাল ম্যানেজার অনিমেষ কুমার দাস, মো. রুহুল আমীন হাএলাদার, নাসিমা খানম, জাইকা প্রতিনিধি রিয়াজুর রহমান মিয়া ও সাংবাদিক গণেশ পাল।
দিবসটি উপলক্ষে মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের অংশ গ্রহনে রচনা প্রতিযোগীতারও আয়োজন করা হয়।