দৈনিক সমাজের কন্ঠ

বাগেরহাটের মোরেলগঞ্জে এক কৃষকের বসতঘর পুড়ে ভষ্মিভুত

কলি আক্তার, মোরেলগন্জ বাগেরহাট প্রতিনিধি:  বিদেশী জাতের গরুও পুড়ে মারা গেছে ওই আগুনে। রবিবার দিবাগত রাত
১২টার দিকে হোগলাপাশা গ্রামের সুরেন্দ্রনাথ শিকদারের বাড়িতে এ ঘটনা
ঘটে। খবর পেয়ে পার্শ্ববর্তী পিরোজপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট
ঘটনাস্থলে ছুটে যায়। কিন্তু ততক্ষনে সবকিছু পুড়ে যায়।
এতে ওই কৃষকের একলাখ টাকা মূল্যের গরু, নগদ টাকা ও অন্যান্য মালামালসহ
কমপক্ষে পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেছেন। গরুটি চুরি
হয়ে যাওয়ার ভয়ে শিকল দিয়ে বসতঘরের মধ্যে বেঁধে রাখা ছিলো। কিভাবে
অগ্নিকান্ডের সূত্রপাত হয়েছে তা যানা যায়নি।
আজ সোবার বেলা ১২ টার দিকে মোরেলগঞ্জ সার্কেলের আতিরিক্ত পুলিশ সুপার
সোনিয়া পারভীন, থানার ওসি শাহজাহান আহম্মেদ ও ইউনিয়ন চেয়ারম্যান ফরিদুল
ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।