দৈনিক সমাজের কন্ঠ

মোরেলগঞ্জে চেতনা নাশক খাবার খাওয়ায় পরিবারের ৬জনকে অচেতন, মালামাল লুট

মোরেলগঞ্জ প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জে চেতনানাশক খাবার খাইয়ে একটি পরিবারের মালামাল লুটের ঘটনা ঘটেছে। শুক্রবার ভোররাত ৪ টার দিকে চিপাবারইখালী গ্রামের বিদেশ ফেরত ব্যবসায়ী মামুন হাওলাদারের বাড়িতে সেহরী খাবার পরে এ ঘটনা ঘটে। চেতনানাশক খাবার অথবা স্প্রের কারনে ওই পরিবারের ৬ জন সদস্যকে শনিবার বেলা ৭টার দিকে অচেতন পাওয়া যায়। এদের মধ্যে একজনকে পার্শ্ববর্তী শরণখোলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গৃহকর্তা মামুন হাওলাদারের ভাই মন্টু হাওলাদার জানান, সন্ন্যাসী বাজারের মুদি ব্যবসায়ী মামুন ও তার পরিবারের সদস্যরা ভোরে রাতে সেহরী খাবার পর সকলে ঘরের বিভিন্নস্থানে বিক্ষিপ্ত অবস্থায় অজ্ঞান হয়ে পড়ে থাকেন। সকাল ৭টার দিকে অজ্ঞান অবস্থায় মামুন(৪৫), তার স্ত্রী সালমা বেগম(৩৭), ছেলে সালমান (১৫), মেয়ে হালিমা আক্তার(১৪), ছোট ছেলে আব্দুল্লাহ (৬) ও শ্বশুর আব্দুল খালেক হাওলাদারকে(৭০) অচেতন অবস্থায় পাওয়া যায়। এদের মধ্যে আব্দুল খালেকের অবস্থা খারাপ থাকায় তাকে শরণখোলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি আরও জানান, ঘরের দরজা খোলা ছিল। ডেকে কারো সাড়া না পেয়ে ঘরে ঢুকে দেখেন শোকেস, আলমিরা, ব্রিফকেস ভাঙ্গা। সকল মালামাল তছনছ করে মেঝেতে ফেলে রাখা রয়েছে। পরিবারের সকলে অজ্ঞান থাকার কারনে দুর্বৃত্তরা কি পরিমান মালামাল ও নগদ টাকা হাতিয়ে নিয়েছে তা জানা যায়নি।

এ বিষয়ে থানার ওসি মো.সাইদুর রহমান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত এখনই বলা যাচ্ছেনা।