মোরেলগঞ্জ(বাগেরহাট) প্রতিনিধি:
বাগেহোটের মোরেলগঞ্জে গলায় ফাঁস দিয়ে ঝর্না বেগম (৪৫) নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছে। নিহত ঝর্না বেগম পৌরসভার ৯নং ওয়ার্ডের সালাম শেখের ১ম স্ত্রী ও ৩ সন্তানের জননী ছিলেন।
শুক্রবার (১৩মে) আনুমানিক রাত সাড়ে ১২ টার দিকে সানকিভাঙ্গা গ্রামের সালাম শেখের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহতের ছোট ছেলে নাঈম শেখ জানান,বাবা দিন মজুর হওয়ায় কাজের সুবাদে দূরে থাকে মাঝে মাঝে বাড়িতে আসে। বাড়িতে মা আর আমি থাকি প্রতিদিনের মতো ঘুমিয়ে পড়ি।রাতে আমার পানি পিপাসা পাওয়ায় আমি পানি খেতে উঠে লাইট জালিয়ে মাকে আড়ার সাথে ঝুলন্তবস্থায় দেখতে পেয়ে ডাক-চিৎকার শুরু করলে আশে পাশের সবাই ছুটে এসে ঝুলন্তবস্থায় দেখতে পান।
স্থানীয়া জানান, তারা নিহতের ছোট ছেলের ডাক-চিৎকারে ছুটে এসে ঝুলন্তবস্থায় দেখে কাউন্সিলরকে ফোন দিলে কাউন্সিলর ঘটনাস্থল পরিদর্শন করেন ও থানা পুলিশকে অবিহিত করেন।পরে পুলিশ ঘটনা স্থলে এসে লাশ উদ্ধার করে।
পরিবার ও স্বজনেরা জানান,নিহত ঝর্ণা দীর্ঘ দিন যাবৎ মানসিক ভারর্সম্য রোগে ভুগছিলো চিকিৎসাও চলছিলো। কয়েকদিন ধরে কারো সাথে তেমন কথা-বর্থাও বলতো না বলে জানান তারা।
মোরেলগঞ্জ থানা অফিসার ইনচার্জ সাইদুর রহমান জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা রেকর্ড হয়েছে।