দৈনিক সমাজের কন্ঠ

মোরেলগঞ্জে রাস্তা ভেঙ্গে ঢুকছে জোয়ারের পানি

মোরেলগঞ্জ প্রতিনিধি: পূর্ণিমা তিথির প্রভাবে স্বাভাবিকের চেয়ে জোয়ারের পানি বৃদ্ধি পাওয়ায় উপকূলীয় উপজেলা বাগেরহাটের মোরেলগঞ্জ পৌরসভার বেশ কিছু এলাকা প্লাবিত হয়েছে। সদর বাজারসহ পৌরসভার কুঠিবাড়ি ও বারইখালী গ্রামের রাস্তা ডুবে পানি ঢুকছে শহরের মধ্যে। ফলে ১,২,৪,৫,৬ ও ৭ নং ওয়ার্ডের বহু পরিবার পানিবন্দি হয়ে পড়েছেন। ফেরিঘাট থেকে পুরানো থানা ঘাট পর্যন্ত প্রায় দুই কিলোমিটার রাস্তা বিভিন্ন স্থানে ভেঙ্গে পানি ঢুকতে শুরু করেছে। ভাঙ্গনের মুখে ঝুৃকিপূর্ণ অবস্থায় রয়েছে ফেরিঘাটট। ২নং ওয়ার্ডের কমপক্ষে দুই শত পরিবারের যাতায়তের কোন ব্যবস্থা নেই বলে জানিয়েছেন ওয়ার্ড কাউন্সিলর মো. শাহিন শেখ।

পানগুছি নদীর তীরবর্তী এ শহরটি রক্ষার জন্য বেরিবাঁধ নেই। ফলে মূল শহরের লঞ্চঘাট, সরকারি বালিকা বিদ্যালয় রোড, কেজি মাধ্যমিক বালিকা বিদ্যালয় রোড, কলেজ রোড, কাপুড়িয়াপট্টিসহ বেশ কিছু সড়ক, ব্যবসা প্রতিষ্ঠান ও বসতবাড়ি জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে।

পূর্ণিমা ও অমাবশ্যা তিথিতে দিনে-রাতে দুইবার মোরেলগঞ্জ পৌরশহর ও উপজেলার ৬টি ইউনিয়নের ২০ টি গ্রাম প্লাবিত হয়। উপজেলা কৃষি অফিসার আকাশ বৈরাগী বলেন, জোয়ার-ভাটার এলাকায় ফসলি জমির ক্ষতির সম্ভাবনা নেই।

পৌরসভা মেয়র এসএম মনিরুল হক তালুকদার বলেন, স্বাভাবিকের চেয়ে পানির উচ্চতা অনেক বেশী দেখা যাচ্ছে। রাস্তা ভেঙ্গে পানি ঢুকে পড়ায় নদীর তীরবর্তী বারইখালী গ্রামের কিছু পরিবারের স্বাভাবিক জীবনযাত্রা ব্যহত হয়েছে। রাস্তা কয়েকবার সংস্কার করেও কোন কাজ হয়নি। টেকসই রেবিবাঁধ ছাড়া এ সমস্যার কোন সমাধান নেই বলে মেয়র উল্লেখ করেন।