দৈনিক সমাজের কন্ঠ

মোরেলগঞ্জে মৃত মাদরাসা শিক্ষকের ঋণ পরিশোধ করলো দাতা সংস্থা ‘কাল্ব’

কলি আক্তার, মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি:

বাগেরহাটের মোরেলগঞ্জে আলী আকবর ফকির নামে প্রায়াত এক শিক্ষকের দুই লক্ষাধীক টাকার ঋণ শোধ করে দিয়েছে বেসরকারি দাতা সংস্থা দি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশ লি: (কাল্ব)।

আজ বুধবার বিকেল সাড়ে ৪টা দিকে সংস্থাটির ‘গ’ অঞ্চলের পরিচালক মো. আরিফ হাসান, জেলা ব্যবস্থাপক মো. হাফিজুর রহমান উপস্থিত থেকে চেক হস্তান্তর করেন। আনুষ্ঠানিকভাবে এ চেক হস্তান্তর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা শিক্ষক কর্মচারি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. হারুন অর রশিদ।

জানা গেছে, শ্রেণিখালী ইসহাক আলী স্মৃতি দাখিল মাদরাসার সহকারি মৌলভী আলী আকবর ফকির ২০১৯ সালের ১৬ জুন শিক্ষক কর্মচারি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের সদস্য হয়ে ২ লাখ টাকা ঋণ নেন। এ থেকে মাত্র ৩ হাজার টাকা পরিশোধের পরে গত ১১ জুলাই তিনি মৃত্যুবরণ করেন।

খবর পেয়ে শিক্ষক কর্মচারি ক্রেডিট ইউনিয়নের দাতা সংস্থা কাল্ব ওই শিক্ষকের বাকী ২লাখ ১২ হাজার ৫৫০ টাকা শোধ করে দেয়। একই সাথে ওই শিক্ষকের সঞ্চয়ের দ্বিগুন পরিমান টাকা আজ তার স্ত্রী জাহানারা বেগম ও মেয়ে আফিফা আক্তার রিণার হাতে তুলে দেওয়া হয়।