দৈনিক সমাজের কন্ঠ

মোরেলগঞ্জে ধ্বংস করা হলো আওয়ামী লীগ নেতার অবৈধ ইটভাটা

মোরেলগঞ্জ প্রতিনিধি:
বাগেরহাটের মোরেলগঞ্জে এক আওয়ামী লীগ নেতার নেতৃত্বে পরিচালিত একটি অবৈধ ইটভাটা ধ্বংস করে দিয়েছে বনও পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা। মঙ্গলবার বিকেলে খাউলিয়া ইউনিয়নের মধ্য বরিশাল গ্রামে মোবাইল কোর্ট পরিচালনা করে ইটভাটাটি ধ্বংস করা হয়। অবৈধ এ ভাটাটিতে ইউনিয়ন আওয়ামী লীগ নেতা কাসেম হাওলাদার এর নেতৃত্বে কাঠ দিয়ে ইট পোড়ানো হচ্ছিল বলে জানা গেছে।

গোপন সংবাদের ভিত্তিতে পরিবেশ অধিদপ্তর খুলনা বিভাগীয় উপপরিচালক মো. আসিফুর রহমান সেখানে অভিযান চালান। মোবাইল কোর্ট পরিচালনা করেন মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট এসএম তারেক সুলতান।

এ বিষয়ে আজ বুধবার নির্বাহী ম্যাজিষ্ট্রেট বলেন, অবৈধ ইটভাটাটি ফায়ার সার্ভিসের কর্মীদের সহায়তায় পানি মেরে ধ্বংস করা হয়েছে। ভাটাটির কোন অনুমোদন নেই। সেখানে কাঠ দিয়ে কয়েক হাজার ইট পোড়ানো হচ্ছিল।

এ সম্পর্কে জানার জন্য আওয়ামী লীগ নেতা আবুল কাসেম হাওলাদারের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।