দৈনিক সমাজের কন্ঠ

মোরেলগঞ্জে একটি পরিবারকে উচ্ছেদে মরিয়া হয়ে নারীকে পিটিয়ে হাসপাতালে।

 

কলি আক্তার মোরেলগঞ্জ(বাগেরহাট) প্রতিনিধি:
বাগেরহাটের মোরেলগঞ্জ পল্লীতে জমি দখলের চেষ্টায় একটি পরিবারকে উচ্ছেদে
মরিয়া হয়ে উঠেছে একটি প্রভাবশালী মহল। মিনারা বেগম(৪০) নামে এক নারীকে
পিটিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। গত মঙ্গলবার বিকেলে মিস্ত্রীডাঙ্গা
গ্রামে এ ঘটনা ঘটে। মারপিটে রক্তাক্ত জখমী স্বামী পরিত্যাক্তা ওই নারী এখন খুলনা
মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এ ঘটনায় আজ শুক্রবার
থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
অভিযোগে জানা গেছে, পঞ্চকরণ ইউনিয়নের দেবরাজ গ্রামের আব্দুল গফ্ফার
তালুকদারের ছেলে আবু তালুকদার এর সাথে জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ
চলে আসছে চাচাতো ভাই একই গ্রামের জসিম উদ্দিন তালুকদারের সাথে। এ
বিরোধের জের ধরে ঘটনারদিন জসিম উদ্দিন ও তার লোকজন পরিকল্পিতভাবে মিনারার
বাড়িতে হামলা চালায়। হামলায় মিনারা বেগম রক্তাক্ত জখম হন। ভাই আবু তালুকদার,
মেয়ে মনিকা আক্তার ও ভাইপো রিয়াজুল তালুকদারও আহত হন।
এ বিষয়ে আবু তালুকদারের বৃদ্ধা মা রোকেয়া বেগম(৭০) বলেন, ছেলে মেয়ে ছোট
রেখে স্বামী মারা গেছেন। সেই থেকেই আমার স্বামীর সম্পত্তি জবর দখলে ভোগ
করছে জসিম তালুকদার। স্বামীর ভিটে মাটিতে শুধু মাত্র একখানা ঘর রয়েছে। আর
বিলান জমি দিয়েছে মাত্র আড়াই বিঘা। তাও দখল করে নেওয়ার চেষ্টা করছে। আমি
প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এর বিচার চাই।
আবু তালুকদার জানান, পৈত্রিক সূত্রে তিনি ২২ বিঘা জমি পাবেন। কিন্তু
প্রভাবশালী চাচাতো ভাই ইউনিয়ন বিএনপির সভাপতি জসিম উদ্দিন তালুকদার
তাকে দিয়েছেন মাত্র আড়াই বিঘা। ওই আড়াই বিঘা জমি থেকেও উচ্ছেদের জন্য
আবু ও তার বোনের ওপর হামলা চালানো হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ বিষয়ে থানার সেকেন্ড অফিসার এসআই শুভঙ্কর বলেন, মারপিটের ঘটনায়
অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।