শিক্ষিত সমাজ ও উন্নত রাষ্ট্র গঠনে মেয়েদের ভূমিকা অপরিসীম – এমপি রণজিত রায়

0
0

সমাজের কন্ঠ ডেস্ক – ৮৮ যশোর-৪ আসনের সংসদ সদস্য রণজিত কুমার রায় বলেছেন, শিক্ষিত সমাজ ও উন্নত রাষ্ট্র গঠনে মেয়েদের ভূমিকা অপরিসীম। রাষ্ট্র পরিচালনা, রাজনীতি, খেলাধুলাসহ সবখানে মেয়েরা এগিয়ে রয়েছে। প্রত্যেক মেয়েকেই তাদের পিতার সাথে ছেলের ভূমিকায় কাজ করতে হবে। শনিবার বাঘারপাড়ার খাজুরা মির্জাপুর আদর্শ মহিলা ডিগ্রী কলেজ পরিদর্শনকালে শিক্ষার্থীদের উদ্দেশ্যে একথা বলেন।

এবারের এইচএসসি পরীক্ষার ফলাফলে কলেজটি উপজেলার শ্রেষ্ঠত্ব অর্জন করায় হঠাৎ করেই এ পরিদর্শনে আসেন তিনি। পরে কলেজ অডিটোরিয়ামে সংক্ষিপ্ত এক আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

অধ্যক্ষ মো: তরিকুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন এ-প্লাস প্রাপ্ত কৃতি শিক্ষার্থী সুমাইয়া খাতুন, মেহজাবিন মিম, জান্নাতি খাতুন, যুথিকা রানী রায়, মুসলিমা খাতুন, ফারজানা ইয়াসমিন, ইতি খাতুন ও ২য় বর্ষের ছাত্রী ইভা খাতুন। এ সময় উপস্থিত ছিলেন ম্যানেজিং কমিটির সদস্য আবুল কালাম আজাদ, মিজানুর রহমান, আব্দুল জব্বার, বেলায়েত হোসেন, ইউসুফ আলী, জায়দুল ইসলাম।

প্রসঙ্গত, কলেজটি এ বছরের এইচএসসি পরীক্ষার ফলাফলে শতকরা ৯৪% পাশ করেছে এবং ৭ জন এ প্লাস পেয়ে উপজেলার মধ্যে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে। এর আগে ২০১৮ সালেও কলেজটি উপজেলার মধ্যে ফলাফলে শ্রেষ্ঠ হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here