দৈনিক সমাজের কন্ঠ

নড়াইলের সালামাবাদে হাজারো দর্শকের উপস্থিতিতে হয়ে গেল ঐতিহ্যবাহি সামাজিক যাত্রাপালা কলির কর্ণ কাঁদছে

মোঃ শাহীনুজ্জামান, নড়াইল প্রতিনিধিঃ
নড়াইলের সালামাবাদে হয়ে গেল মনোমুগ্ধকর ঐতিহ্যবাহি সামাজিক যাত্রাপালা। সুস্থ ধারার সাংস্কৃতিক চর্চা এবং যাত্রাশিল্পকে টিকিয়ে রাখতে নড়াইলের মহজন বাজারের স্বনামধন্য ব্যবসায়ী বাবু শংকর সাহা গতকাল রাতে নড়াইলের জোকারচরে আয়োজন করেন সম্পুর্ণ সামাজিক যাত্রাপালা কলির কর্ণ কাঁদছে। এ সময় হাজার হাজার দর্শকদের উপস্থিতি লক্ষ্য করা যায়। আয়োজক কমিটি জানান নতুন প্রজন্মকে মাদকের ছোবল থেকে দুরে রাখতে এবং তাদেররকে গ্রাম বাংলার ঐতিহ্যবাহি যাত্রাপালা সম্পর্কে অবগত করতে এ আয়োজন। এ সময় উপস্থিত ছিলেন সালামাবাদ ইউনিয়নের চেয়ারম্যান শামিমুর রহমান, বিটিএল মিডিয়ার পরিচালক এস.এম মিলন এবং ঐ এলাকা হতে আগত হাজার হাজার নারীপুরুষ। এমন আয়োজন অব্যাহত থাকলে বিলুপ্তির পথে চলে যাওয়া যাত্রাশিল্প পুনরুদ্ধার এবং যাত্রাশিল্পিদের বেকারত্বের অবসান ঘটবে।