দৈনিক সমাজের কন্ঠ

নড়াইলে ডিবি পুলিশের অভিযানে জুয়াখেলার নগদ টাকা সহ গ্রেফতার- ৫

নড়াইল  প্রতিনিধি■ নড়াইলের আমতলা মোড় এলাকা গভীর রাতে নড়াইল জেলা ডিবি পুলিশ অভিযান চালিয়ে জুয়াখেলা অবস্থায় নগদ টাকা ও জুয়া খেলার সরঞ্জামাদিসহ আরিফ ১-(৪৭) পিতা- মৃত মতিয়ার রহমান, তরিকুল শেখ ২-(৩৮) পিতা লুৎফর শেখ, জামশেদ ফকির ৩-(২৯) পিতা-মুত সিদ্দিক ফকির তাদের বাড়ী নড়াইলের কালিয়া থানাধীন, বিভিন গ্রাম সহ আমতলা মোড়ে চালিয়ে জুয়াখেলা অবস্থায় নগদ টাকা ও জুয়া খেলার সরঞ্জামাদিসহ, মুহিত শেখ ৪-(৫৫) পিতা-গনি শেখ গ্রাম-নোয়াগ্রাম ৫-(৩৫) পিতা-মৃত রিয়াজ আলী, নড়াইলের কালিয়া গ্রাম-বাবরাসহ সর্ব এলাকা থেকে গ্রেপ্তার করে নড়াইলের কালিয়া থানা পুলিশের কাছে সোপর্দ করে। নড়াইল জেলা ডিবি পুলিশ এস, আই সৈয়দ জমারত আলী, আমাদের নড়াইল জেলা প্রতিনিধি কে জানান, (এসপি) স্যার’র গোপন সংবাদের ভিত্তিতে দিবাগত গভীর রাতে অভিযান চালিয়ে জুয়াখেলা অবস্থায় নগদ টাকা ও জুয়া খেলার সরঞ্জামাদিসহ তাদের গ্রেফতার করি। এ বিষয়ে নড়াইলের নড়াইলের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম (বার) বলেন, নড়াইলের কালিয়ায় অভিযান চালিয়ে নগদ টাকা জুয়া খেলার সরঞ্জামসহ পাচ জনকে গ্রেফতার করেছে নড়াইল জেলা ডিবি পুলিশ। আটককৃতদেরকে নড়াইল বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে। অপরদিকে মরিচপাশা গ্রামে জিআর মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামী অনিক (২১)কে গ্রেফতার করে। অপরদিকে, বংলালিংকের টাওয়ারের অফিস কক্ষের তিন লক্ষ টাকা ম‚ল্যের ৫টি ব্যাটারী চু’রি হয়েছে। গভির রাত পৌঁনে পাঁচটায় এ চু’রি সংঘঠিত হয়। এ বিষয়ে বাংলালিংকের নড়াইলের কালিয়ায় জয়পুরে সিকিউরিটি গাডের সুপারভাইজার মোঃ আঃ কুদ্দুস বাদী হয়ে নাইটগার্ডকে আসামী করে থানায় মামলা দায়ের করেন। এ অভিযোগে নাইটগাড মাহফুজ মোল্যাকে নড়াইলের কালিয়া থানা পুলিশ আটক করেছে।